Sunday, December 21, 2025

খড়গ্রামে কংগ্রেস কর্মী খু.নে গ্রে.ফতার আরও ১, ঘোলা জলে মাছ ধরছে কংগ্রেস

Date:

Share post:

মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইমরান শেখ। বীরভূমের মাড়গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।এদিকে, রবিবার সকালে নিহতের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন:ফরাসি ওপেনের ফাইনালে নাদালকে টপকে ইতিহাস গড়তে পারবেন জোকোভিচ?
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ। শুক্রবার এর জেরে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হন ও পরে মারা যান। এই ঘটনায় কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যেতেই রাজ্যের শাসকদলকে বিঁধেছে কংগ্রেস। নিহতের পরিবারের তরফ থেকে মোট ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় তাঁদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে প্রথমেই নাম ছিল ধৃতের।


গত শুক্রবার সন্ধেয় ফুলচাঁদ তাঁর বন্ধুদের নিয়ে রতনপুর গ্রামে ভোটপ্রচার করছিলেন। অভিযোগ, মাঠের দিকে ঢোকার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় নিহত ফুলচাঁদের পরিবারের অভিযোগ পাওয়ামাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ।খুনের দশ ঘণ্টার মধ্যে কাজল শেখ ও সফিক শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার সকালে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তাদের জেরা করে ইমরান শেখের খোঁজ পাওয়া যায়। এদিকে, রবিবার সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্য পুলিশের ভূমিকার ক্ষোভপ্রকাশ করেন এবং স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

spot_img

Related articles

অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

সাতসকালে মাঝ রাস্তায় এক অটোচালককে চড় মারার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহের বিরুদ্ধে। শুক্রবারের...

বাংলাদেশ নিয়ে কলকাতায় বসে উদ্বেগ: মোহন ভাগবতকে দিল্লিতে কথা বলার খোঁচা তৃণমূলের

বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে বিজেপির নেতারা যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে চলেছেন, সেই একই সুর আরএসএস (RSS) প্রধান...

শহরে ফের অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঙ্গিন

নিউটাউনের রেষ কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ড! রবিবার ছুটির দিনে এন্টালির আনন্দপালিত নামের এক বহুতলের ৪ তলায়...

ভোটার তালিকা সংশোধনে সক্রিয় হতে নির্দেশ! সোমে বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

দলীয় সংগঠনকে আরও চনমনে করতে এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী...