বাংলায় গোহারা হেরেই রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। রবিবার, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে হাবড়ায় (Habra) তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি বলেন, ১০লক্ষ মানুষকে নিয়ে পঞ্চায়েত ভোটের পরেই দিল্লি (Delhi) যাবে তৃণমূল। এবছর আর যে কটা রাজ্যের বিধানসভার নির্বাচন আছে, তার সব কটাতে হারবে বিজেপি- মনে করছেন অভিষেক।

অভিষেক জানান, বাংলার বকেয়া সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে সরব হন অভিষেক। বলেন, বাংলার বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লিতে গিয়েই আন্দোলন করবেন।
এর পরেই এদিনই বিকেলে ঠাকুরবাড়িতে অভিষককে বাধা দেওয়ার ঘটনার নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তুলোধনা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, যে রাস্তায় দাঁড়িয়ে অভিষেককে আটকানো হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক প্রকল্পে হয়েছে। ঠাকুরবাড়ির মন্দিরে জুতো পরে উঠেছেন শান্তনুর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। এই ঘটনার তীব্র নিন্দা করেন অভিষেক। তিনি বলেন, ঠাকুরবাড়িকে কলুষিত করার শান্তনুর এই ঘটনার জবাব আগামী নির্বাচনে মানুষ দেবেন।

কোটি কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা তৈরি হয়েছে, অথচ বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। গরিব মানুষের মাথার উপর ছাদ নেই।

আরও পড়ুন- ফ্ল্যাটের মালিককেও পরচা দেবে রাজ্যের ভূমি দফতর!
