নবজোয়ারের ৪৭তম দিনে জনপ্লাবনে ভাসলেন অভিষেক

নবজোয়ারের ৪৭ তম দিনে সোমবারও জনস্রোতে ভাসলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিনের কর্মসূচি অভিষেক শুরু করেন বারাসাতের হাড়োয়া থেকে সেখানে তাঁকে স্বাগত জানান জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন এলাকাবাসী। শুরু হয় জনসংযোগ। এরপর সেখান থেকে অভিষেক চলে যান বাদুড়িয়া। সেখানে তাঁর রোড-শো শুরু হয় চৌরাস্তা থেকে। শেষ হয় বাদুড়িয়া(Baduria) এলএমএস হাই স্কুলের সামনে। রোড শো চলাকালীন রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

রোড শো সেরে বিকেলের দিকে বসিরহাট উত্তরে জনসংযোগে নামেন ডায়মন্ড হারবারের সাংসদ। এলাকার মানুষের সঙ্গে কথা বলা, আলাপচারিতার পাশাপাশি তিনি যান মৈত্র বাগান নবারুণ সঙ্ঘ ক্লাবে। সেখানে যুব ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতা সারেন অভিষেক। সেখান থেকে সন্ধ্যায় তিরুবনিতে গিয়ে জনসংযোগ করেন তিনি। এরপর যান জনপ্রিয় ত্রিমোহিনী কালীবাড়ি পরিদর্শনে। মন্দিরে মায়ের পুজো ও আরতি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালী মায়ের পুজো সেরে স্থানীয় মাজার শরিফে যান তিনি, করেন প্রার্থনা। জানা গিয়েছে, বসিরহাট দক্ষিণের বিএসএফ ময়দানে আজ রাত্রিযাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রবিবার মতুয়াধামে বিজেপির চূড়ান্ত অভব্যতার পরও সৌজন্য দেখিয়ে কিছু করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আরও দ্বিগুণ উৎসাহে শুরু করেন তাঁর জনসংযোগ যাত্রা। সব ক’টি জায়গাতেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বুঝিয়ে দিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল আছে থাকবে।