Wednesday, December 17, 2025

নবজোয়ারের ৪৭ তম দিনে সোমবারও জনস্রোতে ভাসলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিনের কর্মসূচি অভিষেক শুরু করেন বারাসাতের হাড়োয়া থেকে সেখানে তাঁকে স্বাগত জানান জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন এলাকাবাসী। শুরু হয় জনসংযোগ। এরপর সেখান থেকে অভিষেক চলে যান বাদুড়িয়া। সেখানে তাঁর রোড-শো শুরু হয় চৌরাস্তা থেকে। শেষ হয় বাদুড়িয়া(Baduria) এলএমএস হাই স্কুলের সামনে। রোড শো চলাকালীন রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

রোড শো সেরে বিকেলের দিকে বসিরহাট উত্তরে জনসংযোগে নামেন ডায়মন্ড হারবারের সাংসদ। এলাকার মানুষের সঙ্গে কথা বলা, আলাপচারিতার পাশাপাশি তিনি যান মৈত্র বাগান নবারুণ সঙ্ঘ ক্লাবে। সেখানে যুব ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতা সারেন অভিষেক। সেখান থেকে সন্ধ্যায় তিরুবনিতে গিয়ে জনসংযোগ করেন তিনি। এরপর যান জনপ্রিয় ত্রিমোহিনী কালীবাড়ি পরিদর্শনে। মন্দিরে মায়ের পুজো ও আরতি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালী মায়ের পুজো সেরে স্থানীয় মাজার শরিফে যান তিনি, করেন প্রার্থনা। জানা গিয়েছে, বসিরহাট দক্ষিণের বিএসএফ ময়দানে আজ রাত্রিযাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রবিবার মতুয়াধামে বিজেপির চূড়ান্ত অভব্যতার পরও সৌজন্য দেখিয়ে কিছু করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আরও দ্বিগুণ উৎসাহে শুরু করেন তাঁর জনসংযোগ যাত্রা। সব ক’টি জায়গাতেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বুঝিয়ে দিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল আছে থাকবে।

Related articles

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...
Exit mobile version