Tuesday, November 4, 2025

মদ্যপান করা মানুষের সংখ্যা নেহত কম নয়। মদ্যপান করা মানুষের মধ্যে একটি কথা চালু রয়েছে, কম পরিমাণে মদ্যপান করলে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। যদিও নতুন একটি গবেষণা এই বিষয়ে দিয়েছে একদম নতুন একটি তথ্য।

সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, প্রতি বছর বিশ্বে প্রায় ৩০ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল।অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং চিনের পিকিং এর গবেষকরা ১২ বছর ধরে চিনের শহর ও গ্রামীণ এলাকার ৫১২,০০০ প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষয়টি নিয়ে গবেষণা চালিয়েছেন। দেখা গিয়েছে অ্যালকোহলের প্রভাবে ২০০ টিরও বেশি রোগ হওয়ার সম্ভাবনা। কিংবা অন্য কোনও অসুখ থাকলে , তা আরও খারাপ হতে পারে।

নেচার মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে  দেখা যাচ্ছে যে, পুরুষদের মধ্যে ৬১ টি রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যালকোহল সেবন। স্যাম্পলের মধ্যে মাত্র ২ শতাংশ ছিলেন মহিলা, যাঁরা নিয়মিত অ্যালকোহল পান করেন।বাকি সকলেই পুরুষ।

এই ৬১ টি রোগের মধ্যে ২৮টি রোগকে আগেই  বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিরিক্ত অ্যালকোহল পানের সঙ্গে সংযুক্ত করেছিল।কী কী আছে সেই তালিকায়? সিরোসিস অফ লিভার, স্ট্রোক,  নানারকম পাচনতন্ত্রের ক্যান্সার। এছাড়া এই গবেষণায় পাওয়া গিয়েছে আরও ৩৩ টি রোগের নাম।এই  রোগগুলিও অ্যালকোহল পানের সঙ্গে বাড়ে বলে দাবি করছেন গবেষকরা। যেমন – বাত, ছানি, হাড় ভাঙা, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি।

গবেষণায় দেখা গিয়েছে অ্যালকোহল সেবন থেকে হওয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিবছর ১১ লক্ষেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়। সবচেয়ে বড় কথা্, বেশি অ্যালকোহল পানের ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে বলে কোনও সঙ্কেত পাওয়া যায়নি এই গবেষণায়। অল্প মদ্যপান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে বলে যাঁরা দাবি করেন, সেই যুক্তির পক্ষেও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version