Thursday, August 21, 2025

ফের সংবাদ শিরোনামে উঠে এল তেলেঙ্গানা (Telengana)। এবার এক যুবতীর নৃশংস হত্যাকাণ্ড দেখে শিউরে উঠছে গোটা দেশ। স্ত্রু ড্রাইভার দিয়ে যুবতীর চোখ গেলে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পরে মৃত্যু সুনিশ্চিত করতে কাটা হয় যুবতীর গলার নলিও। জানা গিয়েছে যুবতীর নাম জিট্টু সিরিশা, বয়স মাত্র ১৯ বছর। বাড়ির কাছের নির্জন এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে দেহ। তবে কে বা কারা যুবতীকে হত্যা করল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার কালাপুর গ্রামে। বাড়ির কাছেই এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবতীর দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১০ জুন, শনিবার রাত ১১টা নাগাদ কোনও কারণে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবতী। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। সোমবার স্থানীয়রা দেখেন পুকুরে ভাসছে যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। দ্রুত খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, যুবতীর দুই চোখে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপানো হয়েছে। এরপর মৃত্যু সুনিশ্চিত করতে গলার নলি কেটে হত্যা করা হয়েছে।

এদিকে যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি এলাকায়। তবে কেন এত নৃশংসভাবে যুবতীকে প্রাণে মারা হল তা নিয়ে ধন্ধে পুলিশ। সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই আসল তথ্য সামনে আসবে বলে মত পুলিশের।

 

 

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version