WTC ফাইনালে ভারতের লজ্জাজনক ব‍্যাটিং, বিরাটদের তুলোধনা গাভাস্করের

কাঠগড়ায় দাঁড়ায় ভারতের ব‍্যাটিং লাইন-আপ। আর এবার এই হারের পর বিরাট কোহলিদের তীব্র নিন্দা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হারে ভারত। প‍্যাট কামিন্সদের কাছে ২০৯ রানে রোহিত শর্মার দল। আর এই হারের পর প্রাক্তনদের সমালোচনার মুখে পরে টিম ইন্ডিয়া। কাঠগড়ায় দাঁড়ায় ভারতের ব‍্যাটিং লাইন-আপ। আর এবার এই হারের পর বিরাট কোহলিদের তীব্র নিন্দা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

অজিদের কাছে লজ্জাজনক হারের পর গাভাস্কর বলেন,” ভারতীয় ব্যাটিংয়ে পুরো বিপর্যয় নেমে এসেছিল। ভারতের ব্যাটিং হাস্যকর ছিল। বিশেষ করে শট নেওয়ার ক্ষেত্রে। আমরা চেতেশ্বর পুজারার কাছ থেকে কিছু সাধারণ মানের শট দেখেছি। কোনও ক্রিকেটার এমন শট খেলবে, এমন আশাও করা যায় না। হয়তো ওকে কেউ বারবার স্ট্রাইক রেটের কথা বলেছিল। ফলে ও সেই মতো খেলতে গিয়ে বাজে শট খেলেছে। এমন কী সাত উইকেট হাতে নিয়ে একটি সেশনও টিকতে পারল না ভারত।”

এদিকে মাত্র ৪৯ রানে আউট হন বিরাট। কোহলির আউট নিয়েও মন্তব্য করেন গাভাস্কর। তিনি বলেন, “এটি ছিল খুবই সাধারণ শট ছি।অফস্টাম্পের বাইরে। তার আগে পর্যন্ত বাইরের বল ছেড়ে দিচ্ছিল বিরাট। হয়তো ও সচেতন হয়ে পড়েছিল যে, অর্ধশতরান করতে আর এক রান দরকার। এমন ঘটে, যখন কেউ মাইলফলকের কাছাকাছি থাকে। টেস্টে ব্যাটিংয়ের সময় নিজের রানের কথা মাথায় রাখা উচিত নয়। বিরাট বাজে শট খেলেছে। কোহলিকে জিজ্ঞেস করা উচিত, ও কোন শট খেলেছে। একটা ম্যাচ জিততে হলে একটা লম্বা ইনিংস দরকার। সেটা নিয়ে এত কথা বলে ও। অথচ অফস্টাম্পের বাইরে, অত দূরের বল খেললে লম্বা ইনিংস হবে কী ভাবে।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “আমি মনে করি, ব্যাটারদের যখন মাথায় ঘুরতে থাকে যে, তারা একটি ল্যান্ডমার্কের কাছাকাছি রয়েছে, তখনই তারা সেই ল্যান্ডমার্কে পৌঁছতে কিছু করার চেষ্টা করে। তাই আমরা দেখেছি যে, জাদেজা প্রথম ইনিংসে ৪৮ রানে বেশ ভালো ব্যাট করছিল। এবং তখনই ও রান নিতে মরিয়া হয়ে স্লিপে ক্যাচ গিয়ে বসে। ও যদি যখন ৪৮ রানে না থাকত, তবে হয়তো ওই বলটি খেলতই না। ”

আরও পড়ুন:WTC ফাইনালে ভারত হারতেই টুইটারে ক্ষোভ প্রকাশ সচিনের, প্রথম একাদশ নিয়ে তুললেন প্রশ্ন