Thursday, August 21, 2025

WTC ফাইনালে ভারতের লজ্জাজনক ব‍্যাটিং, বিরাটদের তুলোধনা গাভাস্করের

Date:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হারে ভারত। প‍্যাট কামিন্সদের কাছে ২০৯ রানে রোহিত শর্মার দল। আর এই হারের পর প্রাক্তনদের সমালোচনার মুখে পরে টিম ইন্ডিয়া। কাঠগড়ায় দাঁড়ায় ভারতের ব‍্যাটিং লাইন-আপ। আর এবার এই হারের পর বিরাট কোহলিদের তীব্র নিন্দা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

অজিদের কাছে লজ্জাজনক হারের পর গাভাস্কর বলেন,” ভারতীয় ব্যাটিংয়ে পুরো বিপর্যয় নেমে এসেছিল। ভারতের ব্যাটিং হাস্যকর ছিল। বিশেষ করে শট নেওয়ার ক্ষেত্রে। আমরা চেতেশ্বর পুজারার কাছ থেকে কিছু সাধারণ মানের শট দেখেছি। কোনও ক্রিকেটার এমন শট খেলবে, এমন আশাও করা যায় না। হয়তো ওকে কেউ বারবার স্ট্রাইক রেটের কথা বলেছিল। ফলে ও সেই মতো খেলতে গিয়ে বাজে শট খেলেছে। এমন কী সাত উইকেট হাতে নিয়ে একটি সেশনও টিকতে পারল না ভারত।”

এদিকে মাত্র ৪৯ রানে আউট হন বিরাট। কোহলির আউট নিয়েও মন্তব্য করেন গাভাস্কর। তিনি বলেন, “এটি ছিল খুবই সাধারণ শট ছি।অফস্টাম্পের বাইরে। তার আগে পর্যন্ত বাইরের বল ছেড়ে দিচ্ছিল বিরাট। হয়তো ও সচেতন হয়ে পড়েছিল যে, অর্ধশতরান করতে আর এক রান দরকার। এমন ঘটে, যখন কেউ মাইলফলকের কাছাকাছি থাকে। টেস্টে ব্যাটিংয়ের সময় নিজের রানের কথা মাথায় রাখা উচিত নয়। বিরাট বাজে শট খেলেছে। কোহলিকে জিজ্ঞেস করা উচিত, ও কোন শট খেলেছে। একটা ম্যাচ জিততে হলে একটা লম্বা ইনিংস দরকার। সেটা নিয়ে এত কথা বলে ও। অথচ অফস্টাম্পের বাইরে, অত দূরের বল খেললে লম্বা ইনিংস হবে কী ভাবে।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “আমি মনে করি, ব্যাটারদের যখন মাথায় ঘুরতে থাকে যে, তারা একটি ল্যান্ডমার্কের কাছাকাছি রয়েছে, তখনই তারা সেই ল্যান্ডমার্কে পৌঁছতে কিছু করার চেষ্টা করে। তাই আমরা দেখেছি যে, জাদেজা প্রথম ইনিংসে ৪৮ রানে বেশ ভালো ব্যাট করছিল। এবং তখনই ও রান নিতে মরিয়া হয়ে স্লিপে ক্যাচ গিয়ে বসে। ও যদি যখন ৪৮ রানে না থাকত, তবে হয়তো ওই বলটি খেলতই না। ”

আরও পড়ুন:WTC ফাইনালে ভারত হারতেই টুইটারে ক্ষোভ প্রকাশ সচিনের, প্রথম একাদশ নিয়ে তুললেন প্রশ্ন

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version