Tuesday, November 4, 2025

সেনা জওয়ানের স্ত্রীকে বেধ.ড়ক মা.র! হাতজোড় করে পরিবারের সুরক্ষার আর্জি

Date:

সীমান্তে দিনের পর দিন নিজের জীবনের বাজি রেখে দেশের শান্তি রক্ষা করছে যে জওয়ান, তাঁর বাড়িই সুরক্ষিত নয়! কাশ্মীরে কর্মরত এক সেনা জওয়ানের স্ত্রীকে অর্ধনগ্ন করে বেধড়ক মার দিল স্থানীয় বাসিন্দারা। কী অভিযোগ সেনা জওয়ানের?
আরও পড়ুনঃকরমণ্ডল দু*র্ঘটনা: ১০ দিন পর খোঁজ মিলল মৃ*ত ভাইয়ের! চোখে জল দাদার

কাশ্মীরে কর্মরত সেনা জওয়ান হাবিলদার প্রভাকরণ তামিলনাড়ুর পাদাভেদু গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রী ভাড়ায় একটি দোকান চালান। তাঁকে ১২০ জন মিলে মারধর করেছে, দোকানের জিনিসপত্র বাইরে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে। ওঁর পরিবারের উপর হামলা করা হয়েছে, পরিবারের লোকেদের ছুরি দেখিয়ে ভয় দেখানোও হচ্ছে। স্ত্রীকে অর্ধনগ্ন করে নৃশংস ভাবে মারধর করা হয়েছে। গোটা ভিডিওটি টুইটারে পোস্ট করেন অপর এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার এন থিয়াগরাজন। এই ভিডিওয় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন প্রভাকরণ।
যদিও স্থানীয় পুলিশ সূত্রের দাবি, বিষয়টিকে বাড়িতে বলেছেন সেনা জওয়ান। পুলিশ সূত্রে খবর, জওয়ানের শাশুড়ি এবং তাঁর স্ত্রী দোকানের দখলদারি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। জওয়ানের স্ত্রী কীর্তিকে এমনই মারধর করা হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, মারধরের অভিযোগ মোটেই ঠিক নয়।

তবে প্রভাকরণের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে সেনাবাহিনী। সেনার তরফ থেকে যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসনের সঙ্গে। এই ঘটনার সঙ্গে যুক্ত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি। বাকিদের খোঁজ চলছে। ওই সেনা জওয়ানের পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে।

Related articles

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...
Exit mobile version