“বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিন”, বীরভূমে মাইকিং করছেন তৃণমূল বিধায়ক!

কেন এমন প্রচার? লাভপুরে মনোনয়ন দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফে তা অস্বীকার করা হয়েছে

রাস্তায় দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে খোদ শাসক দলের বিধায়ক বলছেন, ”সমস্ত বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারবে। কোনওরকম ঝামেলা করা হবে না। কেউ বাধা দিলে পুলিশ-প্রশাসনকে জানান”! বীরভূমের লাভপুরের বিভিন্ন গ্রামে রীতিমতো মাইকিং করে বিরোধীদের ভরসা দিলেন বিধায়ক অভিজিৎ সিংহ।

আরও পড়ুন:সেনা জওয়ানের স্ত্রীকে বেধ.ড়ক মা.র! হাতজোড় করে পরিবারের সুরক্ষার আর্জি


কেন এমন প্রচার? লাভপুরে মনোনয়ন দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফে তা অস্বীকার করা হয়েছে। এরপরই বিধায়ক অভিজিৎ সিংহ গাড়িতে করে মাইকিং শুরু করেন। তাঁর দাবি, ”বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, যাতে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে। এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে, আমার দলের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করা আমার কর্তব্য। তাই আমি সমস্ত লাভপুর এলাকায় ঘুরে ঘুরে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই নির্বাচনে অংশগ্রহণ করুন। যার যেখানে যেমন সাংগঠনিক ক্ষমতা আছে, প্রার্থী দিন”।