Thursday, August 21, 2025

সেনা জওয়ানের স্ত্রীকে বেধ.ড়ক মা.র! হাতজোড় করে পরিবারের সুরক্ষার আর্জি

Date:

সীমান্তে দিনের পর দিন নিজের জীবনের বাজি রেখে দেশের শান্তি রক্ষা করছে যে জওয়ান, তাঁর বাড়িই সুরক্ষিত নয়! কাশ্মীরে কর্মরত এক সেনা জওয়ানের স্ত্রীকে অর্ধনগ্ন করে বেধড়ক মার দিল স্থানীয় বাসিন্দারা। কী অভিযোগ সেনা জওয়ানের?
আরও পড়ুনঃকরমণ্ডল দু*র্ঘটনা: ১০ দিন পর খোঁজ মিলল মৃ*ত ভাইয়ের! চোখে জল দাদার

কাশ্মীরে কর্মরত সেনা জওয়ান হাবিলদার প্রভাকরণ তামিলনাড়ুর পাদাভেদু গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রী ভাড়ায় একটি দোকান চালান। তাঁকে ১২০ জন মিলে মারধর করেছে, দোকানের জিনিসপত্র বাইরে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে। ওঁর পরিবারের উপর হামলা করা হয়েছে, পরিবারের লোকেদের ছুরি দেখিয়ে ভয় দেখানোও হচ্ছে। স্ত্রীকে অর্ধনগ্ন করে নৃশংস ভাবে মারধর করা হয়েছে। গোটা ভিডিওটি টুইটারে পোস্ট করেন অপর এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার এন থিয়াগরাজন। এই ভিডিওয় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন প্রভাকরণ।
যদিও স্থানীয় পুলিশ সূত্রের দাবি, বিষয়টিকে বাড়িতে বলেছেন সেনা জওয়ান। পুলিশ সূত্রে খবর, জওয়ানের শাশুড়ি এবং তাঁর স্ত্রী দোকানের দখলদারি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। জওয়ানের স্ত্রী কীর্তিকে এমনই মারধর করা হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, মারধরের অভিযোগ মোটেই ঠিক নয়।

তবে প্রভাকরণের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে সেনাবাহিনী। সেনার তরফ থেকে যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসনের সঙ্গে। এই ঘটনার সঙ্গে যুক্ত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি। বাকিদের খোঁজ চলছে। ওই সেনা জওয়ানের পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version