Thursday, August 28, 2025

হরিয়ানার ছায়া এবার তামিলনাড়ুতে, বিজেপির সঙ্গ ত্যাগের ইঙ্গিত AIADMK-এর

Date:

হরিয়ানার পর এবার তামিলনাড়ুতে চরম আকার নিল বিজেপির শরিকি কোন্দল। সরাসরি এনডিএ জোট ছাড়ার হুঁশিয়ারি দিলেন এনডিএর সবচেয়ে বড় জোটসঙ্গী AIADMK। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ AIADMK। যার জেরেই সঙ্গত্যাগের সম্ভাবনা জোরালো হতে শুরু করেছে।

তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন। যেখান থেকেই সমস্যার সূত্রপাত। এই বিজেপি নেতার নিশানায় ছিল খোদ AIADMK’র সবচেয়ে বড় আইকন জে জয়ললিতা। আন্নামালাই বলেছিলেন, জয়ললিতাকেও আয়ের অধিক সম্পত্তির জন্য দোষী সাব্যস্ত হতে হয়েছিল। সুতরাং তিনিও স্বচ্ছ রাজনীতিক নন। বিজেপি সভাপতির মন্তব্যে বেজায় চটেছে ‘আম্মা’র দল। AIADMK’র এক শীর্ষনেতা বলছেন, “বিজেপি বোধহয় চাইছে না আমরা ওদের সঙ্গে জোটে থাকি। এই আন্নামালাই কোনও দলের প্রদেশ সভাপতি হওয়ার যোগ্য নয়।” এআইএডিএমকের সাফ কথা, আন্নামালাইকে না সরালে জোট রাখা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০২১ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ু নির্বাচনে লড়াইয়ে নামে AIADMK। তবে গত মাস ছয়েক দুই দলের মধ্যে কোনোরকম সদভাব নেই। এই পরিস্থিতির মাঝেই বিতর্ক চরমে উঠল আন্নামালাইয়ের বক্তব্যে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির সঙ্গ ছেড়েছে নীতীশ কুমারের জেডিইউ, তার আগে উদ্ধব ঠাকরেও অমিত শাহদের সঙ্গ ছেড়েছেন। আপাতত NDA বলতে যে গুটিকয়েক বড় দলের উল্লেখ পাওয়া যায়, তারাও একে একে বিজেপির সঙ্গ ছাড়তে মরিয়া। এভাবে চলতে থাকলে ২০২৪-এ NDA’র অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version