মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে ISF ও জমি রক্ষা কমিটির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। মঙ্গলবার সকালে ভাঙড়ের বিডিও অফিসের সামনে আইএসএফ এবং স্থানীয়দের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। গুলি চলে ও বোমাবাজি হয় বলে অভিযোগ। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আহত হন কয়েকজন পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালাচ্ছে। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।