Wednesday, August 27, 2025

মধ্যপ্রদেশের সরকারি ভবনে অগ্নি*কাণ্ড! বায়ুসেনার হস্তক্ষেপে নিভল আ*গুন

Date:

ঘড়িতে তখন বিকেল ৪টে।ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মধ্যপ্রদেশে।ঘণ্টার পর ঘণ্টা ধরে জ্বলে সেই আগুন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সাতপুরা ভবনে গভীর রাতেও নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন!শেষমেশ বায়ুসেনার সাহায্য নিতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে।

আরও পড়ুন:বিপর্যয়ের জেরে গুজরাটের একাধিক ট্রেন বাতিল করল রেল


সোমবার গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নির্দেশে একটি এএন-৩২ বিমান এবং একটি এমআই-১৫ চপার ভোপালের উদ্দেশে রওনা দেয়। এরপরই সাতপুরা ভবনের উপর জল ফেলে আগুন নেভানোর চেষ্টা করে তারা। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পেছনে কাদের মদত রয়েছে তার তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
প্রসঙ্গত, সোমবার বিকেল ৪টে নাগাদ ভোপালের সাতপুরা ভবনের তিনতলায় অবস্থিত আদিবাসী কল্যাণ দফতরের আঞ্চলিক কার্যালয়ে আগুন লাগে। দ্রুত সেই আগুন উপরের তিনটি তলাতেও ছড়িয়ে পড়ে। ওই ভবনে থাকা বেশ কয়েকটি বাতানুকূল যন্ত্র এবং গ্যাস সিলিন্ডারও আগুনের সংস্পর্শে আসে। বিস্ফোরণও হয়। আদিবাসী কল্যাণ দফতর এবং তার উপরে থাকা স্বাস্থ্য দফতরের সমস্ত কাগজপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। অফিসের সমস্ত কর্মী সুরক্ষিত অবস্থায় সময়মতো ওই ভবনের বাইরে চলে আসতে পেরেছিলেন। সরকারি সূত্র অনুয়ায়ী, সাতপুরা ভবনে আদিবাসী কল্যাণ, স্বাস্থ্য এবং পরিবহণ তিনটি সরকারি দফতরের অফিস ছিল। তিনটি দফতরই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version