Tuesday, December 16, 2025

রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের কোনও অভাব নেই বলে ফের দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, এই মুহূর্তে ভারতে বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে বাংলা। বিরোধীরা চাইছে, আবার বাংলায় লোডশেডিং ফিরে আসুক। সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে গ্রাহকদের প্রতি মন্ত্রীর পরামর্শ, আপনারা একটার জায়গায় দশটা এসি কিনুন। একটার জায়গায় পাঁচটা ওয়াশিং মেশিন কিনুন। কিন্তু বিদ্যুতের লোড বাড়ান। যেখানে যেখানে সমস্যা তৈরি হচ্ছে সেখানে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের কোনও অভাব নেই বলে ফের দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকে রাজ্য থেকে লোডশেডিং শব্দটাই উঠে গিয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। কলকাতা শহর সহ অনেক জায়গাতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।কোথাও কোথাও এর জন্য বিদ্যুৎ দফতরের  কর্মীদের ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঘটছে কর্মীদের মারধর, অফিস ভাঙচুরের ঘটনাও।

সোমবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকজন বিধায়ককে নিয়ে সল্টলেকে বিদ্যুৎ ভবনে হাজির হয়ে অভিযোগ করেন, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে যাচ্ছে। একে এই গরম তার ওপর এরকম হলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এদিন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কালবৈশাখীর জন্য কোথাও কোথাও বিদ্যুতের পোল পড়ে গিয়েছে। পাশাপাশি তারও ছিঁড়ে গিয়েছে। বিগত দিনে এত গরম সত্ত্বেও বিদ্যুৎ কর্মীরা রাস্তায় কাজ করে গিয়েছেন, যাতে দ্রুত বিদ্যুৎ ফিরে আসে।

মন্ত্রী বলেন, বাম জমানায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৪০৮৫ মেগাওয়াট। আজকে সর্বোচ্চ চাহিদার পরিমাণ ৯,২০০ মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। গত ৮ জুন এই চাহিদা ছিল, যা স্বাধীনতার পর রেকর্ড। বিরোধীরা বিদ্যুতের দাম বাড়ার কথা বলেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ইউনিট পিছু বিদ্যুতের দাম ৭ টাকা ৫৪ পয়সা। অসমে ৮ টাকা ১৪ পয়সা। সেখানে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম ইউনিট পিছু ৭টাকা ১২ পয়সা। তিনি বলেন, সমালোচনা করা ভালো। কিন্তু সঠিক তথ্য জেনে সমালোচনা করা উচিত।

 

 

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...
Exit mobile version