Sunday, August 24, 2025

রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের কোনও অভাব নেই বলে ফের দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, এই মুহূর্তে ভারতে বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে বাংলা। বিরোধীরা চাইছে, আবার বাংলায় লোডশেডিং ফিরে আসুক। সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে গ্রাহকদের প্রতি মন্ত্রীর পরামর্শ, আপনারা একটার জায়গায় দশটা এসি কিনুন। একটার জায়গায় পাঁচটা ওয়াশিং মেশিন কিনুন। কিন্তু বিদ্যুতের লোড বাড়ান। যেখানে যেখানে সমস্যা তৈরি হচ্ছে সেখানে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের কোনও অভাব নেই বলে ফের দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকে রাজ্য থেকে লোডশেডিং শব্দটাই উঠে গিয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। কলকাতা শহর সহ অনেক জায়গাতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।কোথাও কোথাও এর জন্য বিদ্যুৎ দফতরের  কর্মীদের ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঘটছে কর্মীদের মারধর, অফিস ভাঙচুরের ঘটনাও।

সোমবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকজন বিধায়ককে নিয়ে সল্টলেকে বিদ্যুৎ ভবনে হাজির হয়ে অভিযোগ করেন, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে যাচ্ছে। একে এই গরম তার ওপর এরকম হলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এদিন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কালবৈশাখীর জন্য কোথাও কোথাও বিদ্যুতের পোল পড়ে গিয়েছে। পাশাপাশি তারও ছিঁড়ে গিয়েছে। বিগত দিনে এত গরম সত্ত্বেও বিদ্যুৎ কর্মীরা রাস্তায় কাজ করে গিয়েছেন, যাতে দ্রুত বিদ্যুৎ ফিরে আসে।

মন্ত্রী বলেন, বাম জমানায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৪০৮৫ মেগাওয়াট। আজকে সর্বোচ্চ চাহিদার পরিমাণ ৯,২০০ মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। গত ৮ জুন এই চাহিদা ছিল, যা স্বাধীনতার পর রেকর্ড। বিরোধীরা বিদ্যুতের দাম বাড়ার কথা বলেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ইউনিট পিছু বিদ্যুতের দাম ৭ টাকা ৫৪ পয়সা। অসমে ৮ টাকা ১৪ পয়সা। সেখানে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম ইউনিট পিছু ৭টাকা ১২ পয়সা। তিনি বলেন, সমালোচনা করা ভালো। কিন্তু সঠিক তথ্য জেনে সমালোচনা করা উচিত।

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version