Wednesday, August 20, 2025

রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বিশেষ ছাড় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে

Date:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ রথযাত্রা উৎসব- বিশেষ প্রতিষ্টা বার্ষিকী অফার যা চলবে ১৮ জুন থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত। প্রসঙ্গত এই রথযাত্রার দিনেই আজ থেকে ৬৩ বছর আগে শুরু হয়েছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথচলা। সেই উলক্ষ্যেই বিশেষ ছাড় দিচ্ছে তারা।

রথাযাত্রা উপলক্ষ্যে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে প্রতি গ্রাম সোনা ও হিরের গহনা ক্রয় করার ওপর থাকছে ২৫০ টাকা ছাড়। এছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রতে ৩টি সোনার কয়েন জেতার সুযোগ! ১৫% ছাড় গ্রহ-রত্নের MRP-তে । পাশাপাশি এই উপলক্ষে যাঁরা কেনাকাটা করবেন তাঁদের প্রত্যেকের জন্য থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের আশির্বাদধন্য প্রসাদ।

এই বছরের বিশেষ ‘রথযাত্রা’ উৎসব উপলক্ষে সোনা ও হিরের গহনার চোখ ধাঁধানো কালেকশনের উদ্বোধন করেন টলিউডের বিশিষ্ঠ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একইসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে তাঁর যে দীর্ঘ সম্পর্ক এবং একজন গ্রাহক হিসাবে তাঁর অভিজ্ঞতার কথা সকলের সামনে ভাগ করেন। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এখানে এসে আমি খুবই আনন্দিত । ১৪ বছরেরও বেশি সময় ধরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে যুক্ত আছি। আমি এই সংস্থার এক নিয়মিত গ্রাহক। এখানকার গয়নার নতুনত্ব, নকশা এবং কারুকার্যের প্রেমে পড়েছি।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান, ‘ আজ থেকে ৬৩ বছর আগে রথযাত্রার দিনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার পথ চলা শুরু করেছিল। ঈশ্বরের আশীর্বাদ এবং সমস্ত শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসায় আজ আমরা এতটা পথ আসতে পেরেছি।’

‘শুভ রথ-যাত্রা’ হল সেই ঐশ্বরিক শক্তির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর বিশেষ দিন। একই সঙ্গে ‘বিশেষ প্রতিষ্টা বার্ষিকী অফার’ আমাদের সব গ্রাহক-বন্ধুদের জন্য। আমাদের হাত ধরে, একসাথে, সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ।’ বলেন রূপক সাহা, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর অন্যতম ডিরেক্টর।

‘শুভ রথযাত্রা – বিশেষ বার্ষিকী অফার’ চলবে ১৮ থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত। কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) এবং ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে এইসব অফার চালু থাকবে।

আরও পড়ুন- কৃষক আন্দোলনের সময় টুইটার বন্ধের হু.মকি দেয় মোদি সরকার, বি.স্ফোরক প্রাক্তন কর্তা

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version