Friday, August 22, 2025

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহানগরীর উত্তর থেকে দক্ষিণে জোড়া মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব TMC নেতৃত্ব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এর প্রতিবাদে টানা ধর্না দেন কলকাতার রেড রোডে। এরপরে ধর্নায় বসেন তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব। আজ মঙ্গলবার বিকেলে শহরের দুই প্রান্ত থেকে মিছিল শুরু করে মহিলা তৃণমূল কংগ্রেস (TMC Women Cell)। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ মালা রায় (Chandrima Bhattacharya and Mala Roy)।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। থালা বাজিয়ে কেন্দ্র সরকারের ঘুম ভাঙানোর দাবি তোলেন তিনি। পাশাপাশি সকল গণতন্ত্রপ্রিয় রাজনীতি সচেতন মানুষকে একত্র হওয়ার আবেদন করেন তিনি। অপপ্রচারের দ্বারা শান্ত বাংলাকে অশান্ত করার কেন্দ্রীয় সরকারের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল মহিলা তৃণমূল কংগ্রেস।

দিনের পর দিন বাংলাকে তাঁর প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে। ১০০ দিনের কাজের পাওনা টাকা, আবাসের টাকা আটকে রাখা সহ একাধিক বিষয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগে বিকেল ৩টে ৪৫ নাগাদ গোলপার্ক থেকে বেরনো মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় (Mala roy)। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আজ মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ হয়।

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version