সাতসকালে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিং ভাঙল বাস!

সাত সকালে শহরে বাস দুর্ঘটনা। রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি। বুধবার সকালে রানি রাসমনি অ্যাভিনিউয়ে ডিভাইডারের রেলিং ভেঙে অন্য দিকে ফুটপাথে উঠে যায় ডোরিনা ক্রসিং থেকে বাবুঘাটগামী বাসটি।যদিও দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর মেলেনি বলে খবর।



আরও পড়ুন:মঙ্গলের রাতের পর বুধেও ভূমি.কম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর
প্রত্যক্ষদর্শীদের দাবি, একই রুটের দু’টি বাস সেই সময়ে রাস্তায় ছিল। কে আগে যাবে তা নিয়েই প্রতিযোগিতা শুরু হয়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডিভাইডারে উঠে পড়ে রেলিংয়ে ধাক্কা মারে। গতি বেশি থাকায় বাসটি রেলিং ভেঙে অন্য দিকের ফুটপাথে উঠে পড়ে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বাসটিকে আটক করে নিয়ে যায় তারা।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি। তবে ফুটপাথ, রেলিং এবং বাসের ক্ষতি হয়েছে। রাস্তারও কিছুটা অংশ ভেঙে গিয়েছে।

 

 

Previous articleমঙ্গলের রাতের পর বুধেও ভূমি.কম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর
Next articleমর্মা*ন্তিক! নাইজেরিয়াতে নৌকাডুবিতে মৃ*ত ১০৩