Sunday, May 4, 2025

অনূর্ধ্ব-১৮ স্তরের তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচন্দ।কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি। এর আগে ৭০৫ পয়েন্টের রেকর্ড ছিল। সেটাই ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ল অদিতি।

বিশ্ব রেকর্ড গড়ার পর অদিতি বলেছে, খুব ভাল লাগছে। খুব খুশি আমি। ভাবতেই পারিনি এই ভাবে লক্ষ্যভেদ করতে পারব। কিন্তু এই পয়েন্ট তুলতে পেরে আমি খুশি।

আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানেও রয়েছে এক ভারতীয়। প্রণীত কৌর ৭০০ পয়েন্ট পেয়েছে। ২৮তম স্থানে অবনীত কৌর পেয়েছে ৬৮৪ পয়েন্ট।

দলগত প্রতিযোগিতাতেও রীতিমতো সফল ভারতীয়রা। মেয়েদের দলে ছিল জ্যোতি, অদিতি এবং প্রণীত। তাদের দল মোট ২১১৯ পয়েন্ট পায়। সেখানেও রেকর্ড ভাঙার সুযোগ ছিল। কিন্তু বিশ্বরেকর্ড থেকে এক পয়েন্ট কম পায় তারা। এর আগে দক্ষিণ কোরিয়ার দল পেয়েছিল ২১২০ পয়েন্ট। গত সপ্তাহে এশিয়া কাপে রেকর্ড গড়েছিল তারা।

ছেলেদের বিভাগে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল অভিষেক বর্মা। এ বারে সে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করেছে। এই বছর এটাই তার প্রথম প্রতিযোগিতা ছিল। ওজাস প্রবীণ দেওতালে ১৩তম স্থানে শেষ করে। ৭০৩ পয়েন্ট পেয়েছে সে। রজত চোহান ৬৯৮ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে শেষ করে। দলগত বিভাগে ছিল অভিষেক, ওজাস এবং সমাধন জকার। দ্বিতীয় স্থানে শেষ করে তারা। ২১১২ পয়েন্ট পেয়ে আমেরিকার পিছনে শেষ করে ভারত। ১৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে ১৮ জুন।

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version