Wednesday, November 12, 2025

যৌ.ন হেন.স্থার বিত.র্কে প্রকাশ্যে ‘শিবপুর’! ট্রেলার লঞ্চে আমন্ত্রণ পেলেন না পরিচালক

Date:

বেশ কিছুদিন ধরেই যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার (Sandip Sarkar) ও তাঁর সহযোগী রবি শর্মা তাকে অত্যন্ত কুরুচিকর ভাষায় মেইল করেছেন বলি অভিযোগ করেছিলেন অভিনেত্রী। এমনকি তাঁর নগ্ন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও মিলেছিল। সোশ্যাল মিডিয়ায় (Social Media)তিনি জানিয়েছিলেন পলিটিক্যাল থ্রিলার ‘শিবপুর’ (Shivpur) ছবির কোন প্রচারে অনুষ্ঠানে তিনি থাকবেন না। তাই বলে তাঁকে আমন্ত্রণ জানানোর প্রয়োজনীয়তা মনে করল না প্রযোজনা সংস্থা? প্রকাশ্যে এল ‘শিবপুর’ ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) কিন্তু অনুপস্থিত পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)।

ট্রেলার-মুক্তি অনুষ্ঠানে আসেননি মমতাশঙ্কর, রজতাভ দত্ত, নীল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়। এনারা প্রত্যেকেই এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র। ১৩ জুন মঙ্গলবারই এই ছবির ট্রেলার সামনে আসে। ছবিটি একেবারেই শহরের মাফিয়া-গ্যাংওয়ার নিয়ে। এই সিনেমায় পরমব্রতকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। এক সাধারণ গৃহবধুর চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। এই সিনেমা নিয়ে আশাবাদী অভিনেতা রাজদীপ সরকার। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে সিনেমার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। কাস্টিং থেকে কনসেপ্ট সবেতেই আছে রাজদীপ। এখন বিশ্ববাংলা সংবাদকে ফোনে তিনি জানান, ১৯৯৬ সালের ভয়ঙ্কর নৃশংস  অভিনেত্রী আগেই জানিয়েছিলেন এই ছবির সঙ্গে তিনি কোনও সম্পর্ক রাখতে চান না এবং ঘটনাচক্রে এই মুহূর্তে তিনি মুম্বইয়ে রয়েছেন ।তাই তার অনুপস্থিতির কারণ স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন স্বস্তিকা। কিন্তু পরিচালক কেন ব্রাত্য? পরিচালক অরিন্দম ভট্টাচার্য জানান, “এটা গোটা ভারতে বোধহয় প্রথম ঘটল, যে ছবি ট্রেলার লঞ্চে পরিচালককেই আমন্ত্রণ জানানো হল না। আমন্ত্রণ জানালে অবশ্যই যেতাম, কেন যাব না।”

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version