Saturday, May 3, 2025

কৌশিকের (Kaushik Ganguly) ‘অর্ধাঙ্গিনী’ দেখে মুগ্ধ টলিউড (Tollywood) । সেয়ানে সেয়ানে টক্কর দিয়েই কোলাকুলি করেছেন কৌশিক পত্নী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) এবং ছবির আরেক মুখ্য চরিত্র জয়া আহসান(Jaya Ahsan)। চর্চায় এই দুই নারী। কিন্তু এই সাফল্য উপভোগ করার আগেই ‘অসুখ বিসুখ’ (Asukh Bisukh)নিয়ে জর্জরিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অঞ্জন দত্ত (Anjan Dutta)আগেই সরেছিলেন, এবার অসুস্থতার জন্য সরলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)।

প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেবের আগামী ছবির ঘোষণা হয়ে গেছে। সব ঠিক থাকলে চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘প্রধান'(Pradhan)। ‘টনিক ‘ জুটির কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত পরাণ – দেবার ফ্যানেরা। কিন্তু তার আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতো প্রস্তুতিও সারা হয়েছিল। কিন্তু প্রবীণ অভিনেতা আপাতত সর্দিজ্বর নিয়ে এত কাবু যে কথা বলার মতো অবস্থাতেই তিনি নেই। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে অভিনয় থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে অঞ্জন সরে যাওয়ায় সেই চরিত্রে কৌশিক নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নেন। এবার পরাণ বন্দ্যোপাধ্যায় চরিত্রে কে, সেই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছিল। অবশেষে জানা গেল নাম। দীপঙ্কর দে (Dipankar Dey) এই চরিত্রে থাকছেন। সোমবার থেকে শুট শুরু হয়েছে ছবির। দীপঙ্কর দে-র শুট আগামী রবিবার থেকে। এদিকে স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। কৌশিকের সঙ্গে মত বিরোধের কারণেই নাকি সিনেমা করতে রাজি হননি বর্ষীয়ান অভিনেতা। যদিও প্রযোজনা সংস্থা ‘হইচই ‘ পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কাজ করতে ইচ্ছুক। জলঘোলা বাড়ছে। অভিনেতা অবশ্য জানিয়েছেন অসুস্থতার জন্যই আপাতত বিশ্রামে তিনি। সুস্থ হলে কাজে ফিরবেন।

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version