Saturday, May 3, 2025

প্রচন্ড শক্তি নিয়ে স্থলভাগে আছড়ে পড়ল বিপর্যয় (Biparjoy)। তান্ডব শুরু হয়ে গেছে, মধ্যরাত পর্যন্ত চলবে ধ্বংসলীলা অনুমান মৌসম ভবনের(IMD)। আইএমডি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়টি এখনও স্থলভাগে সম্পূর্ণভাবে প্রবেশ করেনি। সমুদ্র পেরিয়ে স্থলভাগে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে আনুমানিক ৬ ঘণ্টা সময় লাগবে। আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র (Mrityunjay Mahapatra) জানিয়েছেন আছড়ে পড়ার সময় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে সে বিষয়ে আগেই সতর্ক করেছিল মৌসম ভবন। সেই আশঙ্কাকে সত্যি করে লক্ষ্মীবারেই সন্ধ্যা সাতটা নাগাদ স্থলভাগের প্রথম অংশে প্রবেশ শুরু করে বিপর্যয়। যদিও সম্পূর্ণ ল্যান্ডফল হতে হতে রাত বারোটা সাড়ে বারোটা বাজবে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৮টি দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল, রাজ্য সড়ক ও বিল্ডিং বিভাগের ১১৫টি দল এবং বিদ্যুৎ দফতরের ৩৯৭টি দলকে উপকূল এলাকার বিভিন্ন জেলাগুলিতে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে প্রায় এক লক্ষ মানুষকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে। IMD সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে যতই স্থলভাগে বিপর্যয়ের সম্পূর্ণ অংশ প্রবেশ করতে থাকবে তত দ্রুত ঝড়ের গতিবেগ বাড়বে।

 

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version