Thursday, August 21, 2025

‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) মুক্তি পাওয়ার আগে থেকেই বলিউড ইন্ডাস্ট্রির কাছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) একটা আলাদা পরিচয় ধরা পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিনোদন জগতের এমন এক পরিচালক তিনি, যাঁকে কোনভাবেই থামানো যায় না। প্রাণনাশের হুমকি দিয়েও দমানো যায় না বিবেককে (Vivek Agnihotri)। কাশ্মীরের পর এবার লড়াইটা ভ্যাকসিন(Vaccine) নিয়ে। আর সেই লড়াইয়ে কাছে ডেকে নিলেন বঙ্গ তনয়াকে। বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী সিনেমায় কাজ করবেন রাইমা সেন (Raima Sen)। কীভাবে অভিনেত্রীকে বেছে নিলেন তিনি সেই কাহিনী একটি সাক্ষাৎকারে নিজেই ফাঁস করেছেন বিবেক। যা শুনে তাজ্জব বিনো দুনিয়া।

‘দ্য ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War) নিয়ে আপাতত ব্যস্ত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই সিনেমায় অভিনয় করতে চলেছেন রাইমা সেন। বুধবার তার আনুষ্ঠানিক ঘোষণা করেন খোদ পরিচালক। বিবেক বলছেন কিছুদিন আগে কলকাতায় রাইমার সঙ্গে আলাপচারিতায় তিনি জানতে চান কেন হিন্দি ছবিতে অভিনেত্রী সেভাবে কাজ করেন না? উত্তরে আক্ষেপ প্রকাশ করে রাইমা জানান, তাঁকে কেউ হিন্দি ছবিতে কাস্ট করতে চান না। সেই কারণে ইচ্ছে থাকলেও বলিউডে কাজ করে ওঠা হয় না। দক্ষ অভিনেত্রীর এমন আক্ষেপ শুনেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিবেক অগ্নিহোত্রী।

প্রসঙ্গত ২০২২ সালের নভেম্বর মাসে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর ঘোষণা করেন বিবেক অগ্নিহোত্রী। এবার এই ছবিতেই তিনি মুনমুন কন্যাকে নিয়ে কাজ করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন। মূলত কোভিড কালে গোটা দেশ যে বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছিল এবং সেই সময় ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা সহ একাধিক বাধা-বিপত্তি আর লড়াইয়ের গল্প বলবে এই সিনেমা।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version