Monday, November 10, 2025

ঘোষণা হয়ে গেল ২০২৩ এশিয়া কাপের সূচী, ম‍্যাচ হবে পাকিস্তান, শ্রীলঙ্কায়

Date:

অবশেষে ঘোষণা হয়ে গেল ২০২৩ এশিয়া কাপের সূচী। এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে। এদিন এমনটাই জানিয়ে দিল এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানে হবে মোট চারটি ম্যাচ। বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট। ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানের কথা মেনে নিয়ে হাইব্রিড মডেলেই হতে চলেছে এবারের এশিয়া কাপ।

পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা থাকায়, হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পিসিবি। প্রথমদিকে সেই মডেল নিয়ে আপত্তি থাকলেও  উপায় না দেখে এই মডেলেই সায় দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যার জেরে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারতের ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কায়। মোট চারটি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কায়। এবারের এশিয়া কাপ আয়োজন করতে মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই দাবির কথা মাথায় রেখেই পাকিস্তানে ৪টি ম্যাচ আয়োজন করতে পারবে তারা।

আসন্ন এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং বাকি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ২০২৩ সংস্করণে দুটি গ্রুপ থাকবে, প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের।

আরও পড়ুন:ভারতীয় দলের হাল ফেরাতে এই ক্রিকেটারকে চান সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version