থাকুক কেন্দ্রীয় বাহিনী, মানুষের ভোটে গতবারের থেকেও ভালো ফল করবে তৃণমূল: অভিষেক

পঞ্চায়েত নির্বাচনে সারারাতই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার সন্ধের এই নির্দেশের কিছুক্ষণ পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) স্পষ্ট জানিয়ে দিলেন, থাকুক কেন্দ্রীয় বাহিনী; মানুষের ভোটে জিতে গতবারের থেকেও ভালো ফল করবে তৃণমূল।

তৃণমূলে নব জোয়ার কর্মসূচি বৃহস্পতিবার ৫০ দিনে পড়ল। এদিন সন্ধেয় ডায়মন্ড হারবারে একটি লেজার শো-র আয়োজন করা হয়। দলের নেতাকর্মীদের সঙ্গে বসে সেই শো দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, “হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট৷ বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকুক। ভোট তো মানুষ দেবে৷ তৃণমূলের ভোট গতবারের থেকে বাড়বে।”

অভিষেকের কথায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। আর সেখানে আগের থেকে বেশি আসনে জয় পেয়েছে জোড়াফুল শিবির। এবারও পঞ্চায়েত ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের নিরিখে শাসকদলকেই বেছে নেবে বাংলার মানুষ। সেখানে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ যাকে দিয়েই ভোট করানো হোক না কেন ফলে তার কোনও প্রভাব পড়বে না। এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল গতবারের থেকেও ভালো ফল করবে বলে আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সাফল্যের ৫০ দিন পার! নবজোয়ার যাত্রার অর্ধশত দিবসে মানিকতলায় তৃণমূলের জয়গান