Sunday, November 16, 2025

১২৭ বছরের বৃদ্ধার আশীর্বাদ: জনসংযোগের অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা অভিষেকের

Date:

গত ৬০ দিন ধরে চলা তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখিয়ে দিয়েছে ঘাসফুল প্রতীকের প্রতি মানুষের ভালোবাসা কতখানি। শুক্রবার এই নবজোয়ার কর্মসূচির শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। তুলে ধরলেন এই দীর্ঘ যাত্রাপথে স্মরণীয় কিছু ঘটনাবলী। স্মরণ করলেন, মালদহে কর্মসূচি চলাকালীন ১২৭ বছর বয়সী মহিলা বিমলা সরকারে কথা। ৪৪, ৪৫ ডিগ্রি তাপমাত্রায় বাকুড়া, পুরুলিয়ায় কাতারে কাতারে মানুষের ভিড়ের সেই স্মৃতি।

শুক্রবার নবজোয়ার যাত্রার শেষদিন কাকদ্বীপের সভা থেকে নিজের উপলব্ধির কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোচবিহার থেকে যেদিন শুরু করেছিলাম সেদিন এটা ছিল তৃণমূলের নবজোয়ার। আর ৬০ দিন পর আজ এটাই বাংলার মানুষের জনজোয়ারে পরিণত হয়েছে। গত ৬০ দিনে ৪৫৭৮ কিলোমিটার পথ কখনও হেঁটে কখনও গাড়িতে অতিক্রম করার পর এটাই আমার উপলব্ধি। ছোট বেলায় গুরুজন কাছে শুনতাম প্রকৃতিই নাকি সর্বশক্তিমান। কিন্তু এই ৬০ দিন পর দায়িত্ব নিয়েই বলছি, আমার উপলব্ধি, আমার অনুভূতি হল প্রকৃতি নয়, মানুষই সর্বশক্তিমান। কারণ ঝড় জল বৃষ্টি সব উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। পুরুলিয়ায় ৪৪-৪৫ ডিগ্রি গরম, বাকুড়া, বর্ধমান বিরভুম ঝাড়্গ্রামের মতো জায়গায় এই গরমে কাতারে কাতারে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। বেলা ২টোয় মা বোনেরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে আমাদের বরণ করেছেন। এই ভালোবাসা আমি কোথাও দেখিনি। মানুষের এই ভালোবাসাই প্রমাণ করেছে আগামী ৫০ বছর মানুষ তৃণমূলকে তাঁদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে রাখবে।”

অভিষেক আরও বলেন, “এই যাত্রায় ৬০ দিনের আগের অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ৬০ দিনের পরের অভিষেক এক নয়, আলাদা। আমার রাজনীতি করার দৃষ্টিভঙ্গি পালটে গেছে। এই ৬০ দিনে কিছু ঘটনা আমার স্মৃতিতে সারাজীবন থাকবে। আমি মালদায় এক মন্দিরে পুজো দিতে গেছিলাম। সেখানে রাস্তায় লাঠি হাতে এক মহিলাকে দেখি তাঁর বয়স ১২৭ বছর। আমি তাঁকে জিজ্ঞাসা করায় বললেন, ‘বাবা তোমায় আশীর্বাদ করতে এসেছি। আমি চাই বাংলায় আরও ৫০ বছর তৃণমূল থাকুক।’ তাঁর বয়স জিজ্ঞাসা করায় বললেন, ‘১২৭ বছর। ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয় তখন আমার বয়স ছিল ১২ বছর।'” শুধু তাই নয়, অভিষেক বলেন, “ইটাহারের ছবি আপনারা দেখেছেন। কোনও জনসভা ছিল না, সাধারণ মানুষের ঢল। সেদিন গাড়ির মাথায় যদি না উঠতাম তাহলে পদপৃষ্ঠ হওয়ার পরিস্থিতি তৈরি হত। রাস্তায় তখন ১ লক্ষ মানুষের ঢল। তারপর আমরা যেখানে গিয়েছি জনতার ভিড়ের রেকর্ডে একটা জেলা অন্য জেলাকে ছাপিয়ে গেছে। যেখানেই গেছি মানুষ আমাদের আশীর্বাদ করেছেন।”

শুক্রবার নবজোয়ার যাত্রার শেষদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন শুরু করেছিলাম তখন অনেকেই বলেছিল ৬০ দিন অনেক দূর, চারদিনও পারবে না। কিন্তু এই ৬০ দিনের একদিনও বাড়ি যাইনি, মায়ের মুখ দেখিনি। কিন্তু বাংলার লক্ষ লক্ষ মায়ের মুখ দেখেছি। তাঁরা এসে আশীর্বাদ করেছেন। এই ৬০ দিনে বৃষ্টিতে ভিজেছি গরমে ঘেমেছি কিন্তু থামিনি। এই ৬০ দিনে মাথা উচু করে হেঁটেছি কিন্তু বহিরাগতদের কাছে মাথা নত করিনি। এই ৬০ দিন হাতে জোড়া ফুলের পতাকা নিয়ে হেটেছি, অস্ত্র নিয়ে নয়। এই ৬০ দিনে রক্ত দান করেছি, ধর্মের নামে দাঙ্গা করে রক্ত নেইনি। আপনারা যেভাবে আমাদের ভালবাসা দিয়েছেন তাতে আমরা চির কৃতজ্ঞ।”

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version