তৃণমূলে নবজোয়ার (Trinamoole NaboJowar) কর্মসূচিতে ফের মুশকিল আসান করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নবজোয়ার কর্মসূচিতে হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত কামারকুণ্ডুর ভোলা এলাকার বাসিন্দা কাকলি চক্রবর্তী (Kakali Chakraborty) বিধবা ভাতা (Widow Pension) না পাওয়া ক্ষোভ প্রকাশ করেন। হুগলি জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেই তিনি জানান যে একাধিকবার আবেদন করেও মেলেনি ভাতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব কথা শোনার পর সমস্যা সমাধানের আশ্বাস দেন। যেমন কথা তেমন কাজ। কাকলি চক্রবর্তী জানিয়েছেন অভিষেককে সব কথা বলার কয়েকদিনের মধ্যেই তিনি বিধবা ভাতা পেতে শুরু করেছেন। রাজ্যের তৃণমূল সরকারকে এবং অভিষেককে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এই প্রথম নয়, এর আগেও মানুষের অসুবিধার কথা শুনে তার দ্রুত সমাধান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬০ দিন ধরে চলা নবজোয়ার কর্মসূচি আজ কাকদ্বীপে শেষ হয়। সেখানে এক মঞ্চে অভিষেকের সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সুপ্রিমো বলেন নবজোয়ারকে জনজোয়ারে পরিণত করেছেন সাধারণ মানুষ। দুমাসব্যাপী চলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর এই কর্মসূচি সফল করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন তাতে বাংলার মা মাটি মানুষ তাঁকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন বলেই মনে করা হচ্ছে।
