Sunday, August 24, 2025

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সঙ্গে কোন সংঘাত নয় বরং আদালতের নির্দেশ মতোই রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দেন নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, স্পর্শকাতর জেলা এবং বুথ চিহ্নিত করে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করার জন্য। এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আদালতের কাছে সময় চেয়ে নেয়।পাশাপাশি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়। এরপর বৃহস্পতিবার আদালতের তরফে কমিশনকে নির্দেশ দেওয়া হয়, রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালতের এই নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করার কথাও বলা হয়। আদালতের রায় ঘোষণার পরই মনে করা হচ্ছিল হয়তো এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নবনিযুক্ত কমিশনের রাজীব সিনহা জানিয়ে দিলেন কোনও বিরোধিতা নয়, আদালতের নির্দেশ মেনেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হবে।

এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তৃণমূলের ভোট বাড়বে। তাঁর কারণ মানুষ ভোট দেবেন। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভয় পায় না, তাঁদের এই নিয়ে মাথাব্যথাও নেই। কেন্দ্রীয় সরকার যত বেশি করে কেন্দ্রীয় বাহিনী দেখাবে, মানুষ তত বেশি করে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়াবে।”

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version