Thursday, August 21, 2025

সমাজের বাঁকা চোখ উপেক্ষা করে যারা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্য বিশেষ উদ্যোগ ‘আলপিন’ (Alpin)। আর সেই লক্ষ্যেই এবার রূপান্তরকামীদের (Transgender) নিয়ে একটি অনুপ্রেরণামূলক ফ্যাশন শোয়ের (Fashion Show) আয়োজন করতে চলেছে অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি (Angel Nabajiban Welfare Society)। আগামী ৩০ জুলাই বর্ধমানে আয়োজিত হতে চলেছে “আলপিন” নামে অনুপ্রেরণামূলক ফ্যাশন শো এবং বিউটি কন্টেস্টের (Beauty Contest)। যে মঞ্চে রূপান্তরকামীরা তাঁদের প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবেন। বাংলায় রূপান্তরকামী সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তি এবং তাঁদের অসামান্য প্রতিভা সবার সামনে তুলে ধরার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার। রাজ্যে এমন অনুষ্ঠান এই প্রথম। শনিবার কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ‘আলপিন’-র পোস্টার। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র, দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী, মডেল এবং ফ্যাশন পরামর্শদাতা সঙ্গীতা সিনহা সহ বিশিষ্টরা।

এদিনের অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করে বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, সঙ্গীতার এই মহান উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার মনে হয় বাংলায় এমন চিন্তাভবনা আগে কখনও হয়নি। তবে মদন মনে করিয়ে দেন তিনি রাজ্যের মন্ত্রী থাকাকালীন স্বভূমিতে রূপান্তরকামীদের নিয়ে এমন এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটা একটা নতুন উদ্যোগ, আমি অনুরোধ করব সবাই ওদের পাশে থাকুন।

এদিনের অনুষ্ঠানে অভিনেত্রী, মডেল এবং ফ্যাশন পরামর্শদাতা সঙ্গীতা সিনহা (Sangita Sinha) জানান, অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সমাজের দৃষ্টিভঙ্গি বদলালে এঁদের সামনে উপার্জনের নানা দিকও খুলে যাবে। সমাজে প্রত্যেকের সমান সুযোগ রয়েছে। আর সেকারণেই এই ফ্যাশন শো ও বিউটি কন্টেস্টের মাধ্যমে নতুন পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার সঙ্গীতার। সঙ্গীতা আরও বলেন, প্রথমেই এই গরমকে উপেক্ষা করে সবাইকে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। মানবী দি ও সোমনাথ দাকে আমার অনেক কৃতজ্ঞতা। আমরা অনেক দ্রব্যকে অপ্রয়োজনীয় মনে করে ছুঁড়ে ফেলে দি। কিন্তু সেই ফেলে দেওয়া জিনসকে কীভাবে শিল্পকর্মে ব্যবহার করা যায় তা করে দেখিয়েছেন সোমনাথ দা। আর এই পুরো বিষয়টি মানবী দির মস্তিষ্কপ্রসূত। আলিপিন খুব ক্ষুদ্র একটা জিনিস আর সেই জিনিসকে কীভাবে ব্যবহারযোগ্য করে তোলা যায় তা নিয়ে বিশেষ উদ্যোগ।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায় (Manabi B বলেন,  আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উনিই আমাকে প্রতিষ্ঠিত করেছেন। আর প্রথম থেকেই মদন দা আমাদের সঙ্গে রয়েছেন। সবরকমভাবে তিনি আমাদের সাহায্য করেছেন। মদন দা যখন ‘লাভলি’ বলেন সেটা শুনে আমরাও লাভলি হয়ে যাই। আমি চাই এই উদ্যোগ আগামীদিনে ধারাবাহিকভাবে চলুক।

 

 

 

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version