Thursday, November 6, 2025

জিতলেও ফেরাবে না দল, কালীঘাটে বৈঠকে নির্দলদের নিয়ে ক.ড়া অবস্থান তৃণমূলের

Date:

আসন্ন পঞ্চায়েত ভোটে দলের বিক্ষুব্ধ নির্দলদের নিয়ে কড়া অবস্থান নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে শীর্ষ নেতৃত্বকে নিয়ে কালীঘাটে পঞ্চায়েত ভোটের কৌশল নিয়ে শাসকদলের বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়, বিক্ষুব্ধ নির্দলদের প্রথমে আবেদন করা হবে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য, তাতেও কাজ না হলে কড়া পদক্ষেপ। অর্থাৎ, জিতলেও কোনও নির্দল প্রার্থীকে দলে ফেরানো হবে না। সারা জীবন তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ।

এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দলের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দলদের বিনীত ভাবে প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে অনুরোধ করা হচ্ছে। তাঁর কথায়, “দল সিদ্ধান্ত নিয়েছেপরিষ্কার জানিয়ে দিচ্ছি জিতে তৃণমূলের এই বিক্ষুব্ধু নির্দলরা ফিরতে চাইলে দলে ঠাঁই হবে না।”

আরও পড়ুন- রূ.পান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ! ‘আলপিন’-র পোস্টার প্রকাশ

এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়াছেন পরবর্তীকালে তাদের কোনও মতে দলে ফিরিয়ে নেওয়া হবে না। তাঁর আরও দাবি ছিল, এবার জনসংযোগ যাত্রার মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের প্রার্থী বাছা হয়েছে। তারপরও কোথাও কোথাও নির্দল হিসেবে কেউ কেউ দাঁড়িয়ে পড়েছেন। তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হবে। এদিন বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এবং দলনেত্রীর নির্দেশ মতো সাংবাদিক বৈঠক করে তা জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version