Thursday, August 21, 2025

জিতলেও ফেরাবে না দল, কালীঘাটে বৈঠকে নির্দলদের নিয়ে ক.ড়া অবস্থান তৃণমূলের

Date:

আসন্ন পঞ্চায়েত ভোটে দলের বিক্ষুব্ধ নির্দলদের নিয়ে কড়া অবস্থান নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে শীর্ষ নেতৃত্বকে নিয়ে কালীঘাটে পঞ্চায়েত ভোটের কৌশল নিয়ে শাসকদলের বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়, বিক্ষুব্ধ নির্দলদের প্রথমে আবেদন করা হবে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য, তাতেও কাজ না হলে কড়া পদক্ষেপ। অর্থাৎ, জিতলেও কোনও নির্দল প্রার্থীকে দলে ফেরানো হবে না। সারা জীবন তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ।

এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দলের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দলদের বিনীত ভাবে প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে অনুরোধ করা হচ্ছে। তাঁর কথায়, “দল সিদ্ধান্ত নিয়েছেপরিষ্কার জানিয়ে দিচ্ছি জিতে তৃণমূলের এই বিক্ষুব্ধু নির্দলরা ফিরতে চাইলে দলে ঠাঁই হবে না।”

আরও পড়ুন- রূ.পান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ! ‘আলপিন’-র পোস্টার প্রকাশ

এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়াছেন পরবর্তীকালে তাদের কোনও মতে দলে ফিরিয়ে নেওয়া হবে না। তাঁর আরও দাবি ছিল, এবার জনসংযোগ যাত্রার মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের প্রার্থী বাছা হয়েছে। তারপরও কোথাও কোথাও নির্দল হিসেবে কেউ কেউ দাঁড়িয়ে পড়েছেন। তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হবে। এদিন বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এবং দলনেত্রীর নির্দেশ মতো সাংবাদিক বৈঠক করে তা জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version