Sunday, November 2, 2025

পঞ্চায়েতেও দলবদলুদের দাপট, টিকিট! ধর্ণায় খোদ বিজেপি নেত্রী

Date:

একুশের বিধানসভা হোক অথবা তারপর পুরসভা ভোট কিংবা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) গেরুয়া শিবিরের অন্দরে সেই দলবদলু নব্য বিজেপির দাপাদাপি। যেখানে আদি বিজেপি নেতা;কর্মীদের নূন্যতম সম্মানটুকু নেই। বিধানসভা ও পুরসভা ভোটে এই দলবদলুরাই ডুবিয়েছিল, অতীত থেকে শিক্ষা না নিয়ে পঞ্চায়েতেও একই পথে হাঁটছে বিজেপি (BJP)। দলের অন্দরে বাড়ছে ক্ষোভ। দল ছাড়ার হিড়িক। পাশাপাশি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়ছেন বিজেপির অনেক স্থানীয় নেতা-নেত্রী।

এবার দলবদলুকে টিকিট দেওয়ার রায়গঞ্জে বিজেপির অন্দরে ব্যাপক অশান্তি। এমনকী ওই সিদ্ধান্তের প্রতিবাদে জেলা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন খোদ বিজেপির জেলা সহ-সভানেত্রী বীণা ঝা (Bina Jha)। পঞ্চায়েত ভোটের মুখে যা নিয়ে প্রবল অস্বতিতে বিজেপি নেতৃত্ব। এদিকে ধর্নায় বসা জেলা সহ-সভানেত্রী বীণাদেবীর অভিযোগ, তৃণমূল থেকে আসা লোকজনকে অন্যায়ভাবে টিকিট দেওয়া হচ্ছে। বিজেপির জেলা সভাপতি অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মানস ঘোষ নামের এক স্থানীয় তৃণমূল নেতা। গেরুয়া শিবির সূত্রে খবর, নিজের এবং স্ত্রীর টিকিট পাওয়ার শর্তে তিনি বিজেপিতে যোগদান করেছেন। যা নিয়ে বিজেপিতে জোর কোন্দল শুরু হয়। দলীয় কর্মীদের টিকিট না দিয়ে তৃণমূল থেকে আসা ব্যক্তিকে সস্ত্রীক টিকিট দেওয়ায় দলের অন্দরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির কর্মী-সমর্থকরা কিছুতেই এটা মেনে নিতে পারছেন না। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে, এই ক্ষোভ বাড়বে বলে দলের অন্দরেই আশঙ্কা।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version