Tuesday, May 6, 2025

ব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগের প্রমান হিসাবে ছবি এবং ভিডিও জমা দিল দিল্লি পুলিশ

Date:

কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এদিন অভিযোগের প্রমান হিসাবে ছবি এবং ভিডিও জমা দিল দিল্লি পুলিশ। গত বৃহস্পতিবার কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। দেড় হাজার পাতার সেই চার্জশিটে অভিযোগের প্রমাণ হিসাবে ছবি এবং ভিডিও জমা দিয়েছে তারা। সেই চার্জশিটে প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ছ’জন কুস্তিগির, যাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এই নিয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, “আমরা চার্জশিটে প্রত্যেক অভিযোগকারীর বয়ান আলাদা করে লিপিবদ্ধ করেছি। প্রত্যেকের অভিযোগের প্রমাণ হিসাবে ছবি ও ভিডিও দেওয়া হয়েছে। এই ছবিগুলো পদক বিতরণী অনুষ্ঠান ও খেলার সময় তোলা।”

ওই আধিকারিক আরও বলেন,” আমরা যত পেরেছি ছবি জোগাড় করেছি। কুস্তি সংস্থার সদর দফতর থেকেও কিছু ছবি নেওয়া হয়েছে। কিছু ভিডিও জমা দেওয়া হয়েছে। এবার বাকিটা বিচারকদের উপর। তাঁরা শুনানির সময় এই প্রমাণকে কতটা গুরুত্ব দেবেন সেটা তাঁদের সিদ্ধান্ত।”

এদিকে বৃহস্পতিবারই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা বাতিলের সুপারিশ করেছে। যেহেতু নাবালিকা কুস্তিগিরের বাবা তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। সেই কারণে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা প্রত‍্যাহার করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ লেবানন


 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version