Monday, November 3, 2025

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ লেবানন

Date:

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারতীয় দল। ফাইনালে প্রতিপক্ষ লেবানন। লেবাননের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ইগর স্টিমাচের দল। লেবাননকে হারিয়ে ট্রফি জেতাই লক্ষ সুনীল ছেত্রীদের। গ্রুপ পর্বে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত, যার ফলে এই ফাইনালটি যথেষ্ট কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতীয় দলের কোচ এসব নিয়ে বেশি ভাবতে নারাজ। বরং ফাইনালে দল ভালো খেলবে বলেই মনে করেছেন তিনি।

ফাইনাল ম‍্যাচ নিয়ে স্টিমাচ বলেন, “আমরা মাঠে প্রথম মিনিট থেকে জেতার মানসিকতা নিয়ে খেলব। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব না। গত বৃহস্পতিবারের থেকে এই ম্যাচটা আলাদা হবে।লেবাননের ৪-৫ জন ফুটবলার রয়েছে যাদের বিদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওরা খুব টেকনিক্যাল একটি দল, যাদের ভালো পাসিং রয়েছে। একটি দল হিসেবে, আমরা আগের ম্যাচে ভালো করেছি এবং আগামীকালও আমাদের তাই করতে হবে। ওরা আমাদের ওদের ব্যক্তিগত গুণ দিয়ে আঘাত করতে পারে, তাই ওদের গোলের সামনে আসতে দেওয়া যাবে না।”

স্টিমাচের সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন গোলরক্ষক অমরিন্দর সিং। আগামিকালের ম‍্যাচ নিয়ে অমরিন্দর বলেন, “যেহেতু আমি ওড়িশা এফসির ফুটবলার, আমার সমর্থকদের সামনে খেলাটা খুবই স্পেশ্যাল। সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলিকে সামনে পেয়ে খুব ভালো লাগছে, কারণ তারা আমায় অনেক আত্মবিশ্বাস যোগায়। গোলরক্ষক হিসেবে, যোগাযোগ অত্যন্ত জরুরি, আর ওদের সঙ্গে এটি করা খুব সহজ যেহেতু আমাদের অত বলতে হয় না। আমাদের খুব ভালো বোঝাপড়া রয়েছে। আগামিকালের ম‍্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। ট্রফি জয়ই লক্ষ‍্য আমাদের। ”

আরও পড়ুন:মেসিকে জড়িয়ে ধরে আটক এক সমর্থক, কী করল চিনের পুলিশ


 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version