Thursday, May 15, 2025

ফুটবলের পর ক্রিকেটেও চমক মোহনবাগানের, পি সেন ট্রফির জন‍্য রিঙ্কুকে প্রস্তাব বাগানের

Date:

২০২৩ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছেন। আইপিএল-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন রিঙ্কু সিং। কেকেআর প্লে অফে উঠতে না পারলেও, এখনও সেই ইনিংসে মজে রয়েছেন ত্রিকেটপ্রেমীরা। আইপিএল শেষ হওয়ার পর এখন বেশ কিছুটা সময় ছুটি কাটাচ্ছেন কেকেআর তারকা। আর এর মাঝেই পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব পেয়ে গেলেন তিনি।

রবিবার থেকে শুরু হচ্ছে পি সেন ট্রফি। নাইট রাইডার্সের দলগত পারফরম্যান্সের নিরিখে সবচেয়ে উজ্বল রিঙ্কু সিং। আর সূত্রের খবর, রিঙ্কুকে দলে পেতে ঝাঁপিয়েছে মোহনবাগান এবং তপন মেমোরিয়াল। কিন্তু লোভনীয় প্রস্তাব থাকলেও উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার দুই দলকেই ফিরিয়ে দিয়েছেন। এমনটাই সূত্রের খবর।

তবে শুধু রিঙ্কু নন তিন বছর পরে শুরু হতে চলা পি সেন ট্রফিতে আইপিএলের বেশ কয়েকজন ক্রিকেটারদের দেখা যাবে। রিঙ্কু না খেললেও ভবানীপুরের হয়ে খেলতে দেখা যাবে রীতেশ শর্মা, ঋষি ধাওয়ানকে। মোহনবাগানের হয়ে খেলবেন অভিষেক শর্মা। এর আগে এই পি সেন ট্রফি খেলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, এমনকি সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা।

দীর্ঘদিন পরে পি সেন ট্রফি শুরু হতে চলেছে। দশ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৮জুন থেকে। পি সেন ট্রফি শুরু করার কথা, জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। ২০১৭ সালের পর বন্ধ হয়ে গিয়েছিল পি সেন ট্রফি। মাঝে করোনা অতিমারি জন‍্য পি সেন ট্রফির আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছিল। এ বছর যদিও সিএবি প্রথম থেকে পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগ নেয়। তার ফলেই জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

দশ দলকে নিয়ে পি সেন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিএবি। স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, “পি সেন খুবই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। দেশের সেরা ক্রিকেটাররা এক সময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন। তাই এই প্রতিযোগিতাটি শুরু করার প্রয়োজন ছিল। নক আউট এই টুর্নামেন্টের ফাইনাল হবে ইডেনে।”

আরও পড়ুন:দলবদলে সেরা চমক, জেভিয়ার সিভেরিও ও সোল ক্রেসপোকে সই করাল লাল-হলুদ


 

 

Related articles

স্বস্তি আরসিবি শিবিরে, আইপিএলে আসছেন দশ হেজেলউড

অবশেষে স্বস্তি। জশ হেজেলউড(Josh Hazlewood) যোগ দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB)। যদিও কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও...

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...

কাশ্মীরে ফের উত্তেজনা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জইশ জঙ্গি

ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে ত্রালে ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।...

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে...
Exit mobile version