Wednesday, August 27, 2025

কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রায় দুমাস ধরে ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabojowar) যাত্রা শেষ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল কাকদ্বীপে উপস্থিত ছিলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে । এই আবহে আজ শনিবার বিকেল চারটে নাগাদ কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee and Abhishek Banerjee)। দলের বিধায়ক সাংসদদের সঙ্গে নিয়ে পঞ্চায়েতের কৌশল ঠিক করতে কী বার্তা দেন দলীয় নেতৃত্ব সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।

‘তৃণমূলে নবজোয়া’র যাত্রার অভূতপূর্ব সাফল্যে এই মুহূর্তে দলের অন্দরে এক দারুন উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেই খবর। অন্যদিকে কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলেও, সার্বিকভাবে শান্তিপূর্ণ হয়েছে পঞ্চায়েতে মনোনয়ন প্রক্রিয়া। দিল্লি থেকে কেন্দ্রীয় বাহিনী আনার প্রসঙ্গে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়াকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি বিরোধীদের অভিযোগ আদালতের নিয়ম মানছে না কমিশন। যদিও এই সব কিছুকে ভুল প্রমাণ করে অবাধে বিরোধী নমিনেশন জমা পড়েছে বলেই জানা যাচ্ছে । দলের তরফ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্য পুলিশ দিয়ে ভোট হোক বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে, যেহেতু মানুষ ভোট দেবেন তাই জনতার রায় সকলের সামনে প্রমাণিত হয়ে যাবে। বিকেল ৪টে নাগাদ কালীঘাটে যে মেগা বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে বড় কোনও ঘোষণা হয় কিনা তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version