Saturday, May 3, 2025

করোনা কাল হোক বা বিপর্যয় সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিয়েছে ডায়মন্ড হারবার- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। আগামী দিনে এক নম্বর হবে ডায়মন্ড হারবার আশা এলাকার সংসদের। রবিবার ফলতার বিডিও অফিসের মাঠে “নিঃশব্দ বিপ্লব” এর মঞ্চ থেকে ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করলেন। কথা দিয়ে কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে গত ৯ বছরের কাজের হিসেব দিলেন আমজনতার কাছে। একইসঙ্গে উপস্থিত জনতাকে শপথ করিয়ে নিলেন, আগামী দিনে ডায়মন্ড হারবার এক নম্বর হবে।

২০১৯-এ ১৮ জুন শপথ নিয়েছিলেন তিনি। সেই দিনের কথা মনে রেখেই এই দিনে কাজের খতিয়ান প্রকাশ করেন তিনি। জানান, মাঝে কোভিড ও ভোটের কারণে বাদ দিয়ে প্রতিবছরই কাজের খতিয়ান প্রকাশ করেছেন তিনি। তারপরেই কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আমি ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করেছি। তাঁর কথায়, ২০১৪ সালের প্রথম বার যখন আমি ডায়মন্ডহারবারে দাঁড়িয়েছিলাম তখন আমি ৭১ হাজার ২৯২ ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু ২০১৯ সালে আমার কেন্দ্রে প্রধানমন্ত্রী এসে প্রচার করে বলে গিয়েছিলেন “ডব্বা গুল হো জায়েগা”। কিন্তু আপনারা আমাকে ৩ লক্ষ ২২ হাজার ভোট জয়ী করেছিলেন। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে আপনারা আমাকে সর্বাধিক ভোট পেতে সাহায্য করেছিলেন।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে পঞ্চায়েতের ফল আরও ভালো হবে। অভিষেকের কথায়, ২০২১-এ তৃণমূলের থেকে বিরোধীদের যে ব্যবধান ছিল তা ২০২৩-এ বাড়বে, ২৩-এর থেকে ২৪-এ আরও বাড়বে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমাকে আপনারা ৪ লক্ষের বেশি ভোটে জয়ী করুন। প্রকাশিত পুস্তিকায় তাঁর সাংসদ তহবিলের ৫ কোটি টাকা সহ ব্যক্তিগত উদ্যোগে ও রাজ্যসরকারের সহযোগিতায় হওয়া কাজের হিসেব দেওয়া রয়েছে।

এদিনের অনুষ্ঠানে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সবস্তরের জনপ্রতিনিধি ও দলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের জের, পিছিয়ে গেলো পুলিশের পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version