Sunday, May 4, 2025

পঞ্চায়েত ভোটের জের, পিছিয়ে গেলো পুলিশের পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা

Date:

পঞ্চায়েত ভোটের কারণে পিছিয়ে গেলো পুলিশের পদোন্নতির পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত এএসআই পদমর্যাদার অফিসারদের পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল। এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আরক্ষা ভবন। পঞ্চায়েত ভোটের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

আরক্ষা ভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুলাই রাজ্যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে প্রশাসনিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে পুলিশের এএসআই/এলএএসআই (ইউবি) এবং এএসআই (এবি) পদে পদোন্নতির জন্য পরীক্ষা স্থগিত করা হল। প্রসঙ্গত ১৮ জুন রবিবার সেই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্থগিত করা হলেও কবে, এই পরীক্ষা নেওয়া হবে তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানতে আগ্রহী প্রার্থীদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট https://prb.wb.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট www.wbpolice.gov.in এ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে। একদিনেই গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট করানো হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। গত ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ১৫ জুন মনোয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

আরও পড়ুন- পরিবেশ বাঁচাতে এবার সৌর বিদ্যুতের ব্যবহার করবে মেট্রো

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version