Monday, November 10, 2025

ববিতার মন্তব্য, নাবালিকার বাবার বয়ান: সাঁড়াশি চাপে আন্দোলনরত কুস্তিগিররা

Date:

কুস্তিগিরদের ওপর যৌ.ন হে.নস্থার অভিযোগে কুস্তিকর্তা ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনে বসেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তবে এবার একদিকে আক্রান্ত নাবালিকা কুস্তিগিরের বাবার বয়ান, ওপর দিকে সতীর্থ ববিতা ফোগাটের মন্তব্য। এই দুইয়ের সাঁড়াশি চাপে কিছুটা কোনঠাসা আন্দোলনকারী কুস্তিগিররা। এক নাবালিকা কুস্তিগিরের বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের ওপর যৌ.ন হে.নস্থা হয়নি। এরপরই চাপের কারণে তিনি অভিযোগ বদল করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী কুস্তিগিররা। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিলেন নাবালিকা কুস্তিগিরের বাবা। তিনি জানিয়েছেন চাপের কারণে তিনি বয়ান বদল করেননি। কেউ তাকে চাপ দেননি। অন‍্যদিকে ববিতা ফোগাট জানিয়েছেন, আন্দোলনকারীদের রাজনৈতিকভাবে ব‍্যবহার করা হচ্ছে। তাঁর নিশানায় কংগ্রেস। কংগ্রেসের হাতে পুতুল সাক্ষীরা।

ব্রিজভূষণের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিলেন ওই নাবালিকা কুস্তিগিরের বাবা। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশও ব্রিজভূষণকে পকসো ধারায় অভিযুক্ত করে। কিন্তু দিন কয়েক আগেই সেই বয়ান বদল করেন ওই নাবালিকা কুস্তিগিরের বাবা। আর এরপরই দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা বাতিলের সুপারিশ করে। এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগির সাক্ষী মালিক বলেন, নাবালিকার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। সে কারণেই তাঁরা বয়ান বদল করেছেন। আর এদিন সেই নিয়ে মুখ খুললেন সেই নাবালিকা কুস্তিগিরের বাবা।

রবিবার এক ওয়েবসাইটে ওই নাবালিকার বাবা বলেন,”আমাদের যা করা উচিত ছিল সেটাই করেছি। আমাদের পরিবারকে হুমকি দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্যি নয়।”

এদিকে কথা কাটাকাটিতে জড়ালেন সাক্ষী মালিক এবং ববিতা ফোগাট। যেখানে রং নিয়েছে রাজনীতির। সাক্ষীর অভিযোগ, নিজের স্বার্থ মেটাতে কুস্তিগিরদের ব্যবহার করছেন বিজেপি নেত্রী ববিতা ফোগাট। পাল্টা ববিতা বলেন, সাক্ষী কংগ্রেসের হাতের পুতুলে পরিণত হয়েছেন।

শনিবার একটি ভিডিও বার্তায় ববিতার বিরুদ্ধে অভিযোগ করেন সাক্ষী ও তাঁর স্বামী। সেখানে সাক্ষী বলেন,” আমি প্রথমেই স্পষ্ট করে বলতে চাই যে আমাদের আন্দোলনের মধ্যে কোনও রাজনীতি নেই। জানুয়ারি মাসে আমরা যন্তর মন্তরে গিয়েছিলাম। সেই সময় দুই বিজেপি নেতা-নেত্রী তীর্থ রানা ও ববিতা ফোগাটই ধর্নার অনুমতি আদায় করেছিল। প্রথমে নিজেদের স্বার্থে ওরা কুস্তিগিরদের ব্যবহার করার চেষ্টা করেছিল। কিন্তু পরে বিপদ বুঝে সরকারের কোলে গিয়ে বসে পড়ল। আমাদের আন্দোলনে কংগ্রেসের কোনও হাত নেই।”

সাক্ষীর এই অভিযোগের পরই পাল্টা মুখ খোলেন ববিতা। তিনি বলেন,” আমি প্রথম দিন থেকে বলে আসছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের আইনের উপর আমার ভরসা রয়েছে। মহিলা হিসাবে মহিলাদের লড়াইয়ে আমি সব সময় পাশে রয়েছি। কিন্তু যে ভাবে ওরা সংসদ ভবন উদ্বোধনের দিন মিছিল করল বা গঙ্গায় পদক ভাসিয়ে দিতে গেল সেটা আমি মেনে নিইনি। এতে দেশেরই অসম্মান করা হয়েছে। ওদের বার বার বলেছিলেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তা হলেই সমাধান বার হত।”

আরও পড়ুন:প্রকাশিত রঞ্জি ট্রফির সূচি, শুরু ৫ জানুয়ারি থেকে

 

 

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...
Exit mobile version