বাড়িতে প্রবীণদের একা থাকার সুযোগে দুষ্কৃতীরা লুঠপাট চলল অবাধে। একইদিনে রাজ্যের দুই প্রান্তে একি ধরনের ঘটনা ঘটল।প্রথম ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লিতে। বাড়িতে ঢুকে গলায় ধারালো অস্ত্র ধরে সোনা, নগদ লুঠ করল দুষ্কৃতীরা। পরের ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের মিশনপল্লির বাসিন্দা বৄন্দাবন সিংহ রায় (৬৭) তাঁর স্ত্রী ও পুত্র নিয়ে থাকেন৷তিনি দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন৷ আত্মীয়ের বিয়ে উপলক্ষে তাঁর স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন৷ ফলে বাড়ি কার্যত ফাঁকাই ছিল ৷ বাড়ির মেন গেটও দেওয়া ছিল না৷ নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা হেঁটে আসে৷
শনিবার দুপুরে বৃন্দাবনবাবু খেতে বসেছিলেন। এমন সময় পিছন থেকে দুজন গিয়ে তাঁর গলায় ছুরি ধরে হাত-পা বেঁধে দেয় দুষ্কৃতীরা।প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। প্রায় ঘন্টা দুয়েক ধরে পুরো ঘর লন্ডভন্ড করে দুষ্কৃতীরা। বাড়িতে থাকা প্রায় ৩ লক্ষ টাকা নগদ, ১০০ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। দুষ্কৃতীরা চলে যেতেই কোনওরকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ ৷
একই ধরনের ঘটনা ঘটেছে উত্তরপাড়ার মাখলায়। এখানে বাড়ির গৃহকর্ত্রীকে বেহুঁশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।জানা গিয়েছে, শনিবার দুপুরে মাখলা ২১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হঠাৎই এক ব্যক্তি হাজির হন এবং জল চান।দরজা খুলতেই ওই ব্যক্তি গৃহকর্ত্রী ও তাঁর শাশুড়িকে বেহুঁশ করে দিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে তাঁদের।দেখেন বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও।