ইতিহাস গড়লেন সাত্বিক-চিরাগ, ইন্দোনেশিয়া ওপেন খেতাব জয় করলেন ভারতীয় এই জুটি

ফাইনালে এদিন শুরুটা ভাল হয়নি ভারতীয় জুটির। প্রথম গেমে ৩-০ এগিয়া যান মালয়েশিয়ার জুটি। তবে তাতে ঘাবড়ে যাননি সাত্বিক-চিরাগ।

ফের ইতিহাস গড়লেন সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এদিন ইন্দোনেশিয়া ওপেন ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সু উই ইকাকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জয় করলেন ভারতীয় এই জুটি। ম‍্যাচের ফলাফল ২১-১৭, ২১-১৮। এই জয়ের ফলে প্রথম ভারতীয় জুটি হিসেবে ইন্দোনেশিয়া ওপেন খেতাব জিতলেন তারা।

ফাইনালে এদিন শুরুটা ভাল হয়নি ভারতীয় জুটির। প্রথম গেমে ৩-০ এগিয়া যান মালয়েশিয়ার জুটি। তবে তাতে ঘাবড়ে যাননি সাত্বিক-চিরাগ। ধীরে ধীরে খেলায় ফেরেন তাঁরা। একটা সময়ে চার পয়েন্টে এগিয়ে যান ভারতীয় জুটি। সেই লিড ধরে রাখেন তাঁরা। শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৭ জিতে যান সাত্বিক-চিরাগ জুটি। দ্বিতীয় গেমের শুরুতেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে সহজে পয়েন্ট পেতে দিচ্ছিলেন না। তবে একটা সময় ১১-৭ এগিয়ে যান সাত্বিক-চিরাগ জুটি। তারপর আর তাঁদের আটকানো যায়নি। চাপে পড়ে ভুল করতে শুরু করেন মালয়েশিয়ার জুটি। শেষ পযর্ন্ত ২১-১৮ দ্বিতীয় গেম জিতে ফাইনাল জিতে যান ভারতীয় জুটি।

আরও পড়ুন:একবার ছুঁয়ে দেখা: শনিবার পর্তুগাল ম‍্যাচে রোনাল্ডোকে আলিঙ্গন সমর্থকের, ভাইরাল ভিডিও


 

 

Previous articleপ্রবীণদের একা থাকার সুযোগে নরেন্দ্রপুর এবং উত্তরপাড়ায় দেদার লু*ঠপাট চালাল দু*ষ্কৃতীরা
Next articleHooghly News: গৃহকর্ত্রীকে বেহুঁ.শ করে গয়না নিয়ে চ.ম্পট দু.ষ্কৃতীর!