Friday, November 14, 2025

তারকেশ্বর লাইনে ট্রেন বাতিল! ভোগা*ন্তিতে নিত্যযাত্রী থেকে ভোট কর্মীরা

Date:

রবিবার ছুটির দিনেও ট্রেনযাত্রীদের হয়রানির শেষ নেই। তাঁর উপর পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) কথা মাথায় রেখে আজ ভোটকর্মীদের (Vote Worker)প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সব হিসেব গণ্ডগোল হয়ে গেল রবিবার সকালেই। একের পর এক ট্রেন বাতিলের (Train Cancel) জেরায় দুর্ভোগ বাড়ল নিত্যযাত্রীদের। স্টেশনে পৌঁছে ভোগান্তির শিকার হলেন তারকেশ্বর লাইনের (Tarkeswar Train Route)ভোটকর্মীরা। অত্যন্ত বিরক্ত হয়ে ভোটকর্মীরা জানান, সকাল সাড়ে দশটায় প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। এদিন শেওড়াফুলি স্টেশন থেকে শেষ আপ তারকেশ্বর লোকাল (Sheoraphuli to Tarkeswar Local) যায় সকাল ৯ টায়। তারপর একের পর এক ট্রেন বাতিল। ভোটকর্মীদের কারোর গন্তব্য ছিল সিঙ্গুর মহামায়া বিদ্যালয়, কাউকে আবার যেতে হত হরিপাল কিংবা তারকেশ্বরে। তাই শেওড়াফুলি থেকে ট্রেন বদলে নির্দিষ্ট গন্তব্যে যেতে গিয়ে এই বিপত্তি।

একে রবিবার, এমনিতেই একাধিক ট্রেন বাতিল থাকে। তার উপর যদি নতুন করে ট্রেন বাতিল করা হয় সেক্ষেত্রে চটজলদি বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। এদিন রেলের তরফে সকাল ৯টা ৪২ মিনিটের আপ তারকেশ্বর লোকাল, ১০টা ৩২ মিনিটের আপ আরামবাগ লোকাল ও ১০টা ৫৭ মিনিটের আপ তারকেশ্বর লোকাল বাতিল করা হয়। স্কুল অফিস ছুটি থাকায় নিত্যযাত্রীর সংখ্যা আজ কম। কিন্তু ভোটকর্মীরা নির্ধারিত সময়ের অনেক দেরিতে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছন বলে জানা যায়। রেল জানিয়েছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

 

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version