সোমবার ১৯শে জুন ২০২৩ ৫৩-তে পা দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভাপতি এই মুহূর্তে আমেরিকায় (USA) রয়েছেন। কংগ্রেসের নেতা-কর্মীরা দিল্লিতে পার্টির সদর দফতরে তার জন্মদিন পালন করার সুযোগ হয়নি। যদিও পার্টি অফিসের বাইরে রাহুল গান্ধীর ছবি সহ শুভেচ্ছা পোস্টার পড়েছে।

এদিন রাহুল গান্ধীর জন্মদিনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এনসিপি প্রধান শরদ পাওয়ার, তাঁর কন্যা তথা দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে, ডিএমকে প্রধান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, তাঁর বোন তথা দলীয় নেত্রী কানিমোঝি সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Heartiest birthday wishes to Shri @RahulGandhi ji.
Wishing you good health and a wonderful year ahead!
— Mamata Banerjee (@MamataOfficial) June 19, 2023
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়, এদিন রাহুল গান্ধীকে টুইটবার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা @রাহুল গান্ধীজি। আপনার সুস্বাস্থ্য এবং সামনে একটি দুর্দান্ত বছর কামনা করছি!’

আরও পড়ুন- বাধাপ্রাপ্তদের মনোনয়নে কি অতিরিক্ত সময় দেওয়া সম্ভব? কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট
