Sunday, November 9, 2025

পাথরপ্রতিমায় প্রকাশ্যে রামধনু জোট! ‘আমের’ সমর্থনে বাম-কংগ্রেস-বিজেপি

Date:

বাম-কংগ্রেসের ঘোষিত জোটের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে সেই রামধনু জোট। পাথরপ্রতিমার নির্দল প্রার্থীকে একসঙ্গে সমর্থন করছে বিজেপি-বাম-কংগ্রেস (BJP-Left-Congress) পোস্টার চাপিয়ে সেকথা জানিয়েছেন প্রার্থী বন্দনা মজুমদার।

কয়েকদিন আগেই তৃণমূলের মিডিয়া সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য ISF নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দেন। সেই টুইট শেয়ার করে রামধনু জোটকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আর ‘ঢাক ঢাক গুড় গুড়’ নয়, একেবারে প্রকাশ্যে রামধনু জোট। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে রুখতে মরিয়া বিরোধীরা জোট বেঁধে প্রার্থী দিল।নজিরবিহীন ছবি পাথরপ্রতিমা বিধানসভার ৪৩ নম্বর বুথে। সেখানে প্রার্থী হয়েছেন বন্দনা মজুমদার। আর তাঁকে সমর্থন করেছে বাম-কংগ্রেস-বিজেপি।

শাসকদল বারবারই অভিযোগ করে, বাংলায় বামের ভোট গিয়েছে ‘রামে’। শুধু তাই নয়, গোপনে জোট বেঁধে তৃণমূলকে হারানোর খেলায় নেমেছে বাম-কংগ্রেস-বিজেপি। রাজ্যের সাম্প্রতিক একাধিক সমবায় নির্বাচনে বাম-বিজেপিকে একসঙ্গে লড়তে দেখা গিয়েছিল। এমনকি অরাজনৈতিক সংগঠন বলে দাবি করা অনেক শাসক-বিরোধী আন্দোলনের মঞ্চেও এক সারিতে দেখা গিয়েছে বাম, কংগ্রেস, বিজেপির রাজ্য নেতৃত্বকে। সেই আঁচ এবার পঞ্চায়েত নির্বাচনেও পড়ল। তবে এত করেও শাসক দলকে পরাস্ত করা সহজ হবে না বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- জমি সংক্রান্ত ব.চসা, জেঠুর বিরুদ্ধে ভাইপোকে কুয়োয় ঠেলে ফেলে দেওয়ার অ.ভিযোগ

 

Related articles

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...
Exit mobile version