Thursday, August 21, 2025

পাথরপ্রতিমায় প্রকাশ্যে রামধনু জোট! ‘আমের’ সমর্থনে বাম-কংগ্রেস-বিজেপি

Date:

বাম-কংগ্রেসের ঘোষিত জোটের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে সেই রামধনু জোট। পাথরপ্রতিমার নির্দল প্রার্থীকে একসঙ্গে সমর্থন করছে বিজেপি-বাম-কংগ্রেস (BJP-Left-Congress) পোস্টার চাপিয়ে সেকথা জানিয়েছেন প্রার্থী বন্দনা মজুমদার।

কয়েকদিন আগেই তৃণমূলের মিডিয়া সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য ISF নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দেন। সেই টুইট শেয়ার করে রামধনু জোটকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আর ‘ঢাক ঢাক গুড় গুড়’ নয়, একেবারে প্রকাশ্যে রামধনু জোট। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে রুখতে মরিয়া বিরোধীরা জোট বেঁধে প্রার্থী দিল।নজিরবিহীন ছবি পাথরপ্রতিমা বিধানসভার ৪৩ নম্বর বুথে। সেখানে প্রার্থী হয়েছেন বন্দনা মজুমদার। আর তাঁকে সমর্থন করেছে বাম-কংগ্রেস-বিজেপি।

শাসকদল বারবারই অভিযোগ করে, বাংলায় বামের ভোট গিয়েছে ‘রামে’। শুধু তাই নয়, গোপনে জোট বেঁধে তৃণমূলকে হারানোর খেলায় নেমেছে বাম-কংগ্রেস-বিজেপি। রাজ্যের সাম্প্রতিক একাধিক সমবায় নির্বাচনে বাম-বিজেপিকে একসঙ্গে লড়তে দেখা গিয়েছিল। এমনকি অরাজনৈতিক সংগঠন বলে দাবি করা অনেক শাসক-বিরোধী আন্দোলনের মঞ্চেও এক সারিতে দেখা গিয়েছে বাম, কংগ্রেস, বিজেপির রাজ্য নেতৃত্বকে। সেই আঁচ এবার পঞ্চায়েত নির্বাচনেও পড়ল। তবে এত করেও শাসক দলকে পরাস্ত করা সহজ হবে না বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- জমি সংক্রান্ত ব.চসা, জেঠুর বিরুদ্ধে ভাইপোকে কুয়োয় ঠেলে ফেলে দেওয়ার অ.ভিযোগ

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version