Wednesday, November 12, 2025

কেষ্টপুরে মা এবং মেয়ের র*হস্য মৃ*ত্যু! প্রকৃত কারণ খুঁজতে মরিয়া পুলিশ

Date:

বিধাননগরের কেষ্টপুরে মা এবং মেয়ের রহস্য মৃত্যু! কেষ্টপুর প্রফুল্লকাননে মা-মেয়ের রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

স্থানীয়রা জানিয়েছেন, বহুতলের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দু’জনের মৃতদেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা ও মামার সঙ্গে থাকতেন বছর তিরিশের মেয়ে। সোমবার সকালে এক প্রতিবেশী তাদের ফ্ল্যাটে এসে মা ও মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের তিন তলার ফ্ল্যাটে থাকতেন মা গোপা দাস এবং মেয়ে সুদেষ্ণা দাস। গোপার ভাইও থাকতেন ওই ফ্ল্যাটে। যদিও তিনি বাড়িতে ছিলেন না। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সকাল থেকেই গোপা এবং সুদেষ্ণাকে ফোনে পাচ্ছিলেন না মামা। তিনিই আবাসনের নিরাপত্তারক্ষী এবং প্রতিবেশীদের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। এক প্রতিবেশী খোঁজ নিতে গিয়েই দেখেন, মা-মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, দু’জনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা-মেয়ে কি আত্মহত্যা করেছেন, না কি তাঁদের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কিন্তু এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঁকি দিচ্ছে। যদি তাঁরা আত্মহত্যা করে থাকেন, তা হলে কেন করেছেন? মামার সঙ্গে কি কোনও সম্পর্কের টানা পড়েছিল? আর্থিক অনটনই কি এই মৃত্যুর নেপথ্যে অন্যতম কারণ ? পাশের ফ্ল্যাটে থাকা ভাই কেন ওই দিনই বাড়ির বাইরে ছিলেন? এমন নানান প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ। মা-মেয়ের ব্যাপারে প্রতিবেশীদের কাছেও জানতে চাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version