Thursday, August 21, 2025

নিজের মায়ের হাতে তৈরি মিষ্টি খাইয়ে জেলেনস্কির ‘মন জয়’ সুনকের, ভা.ইরাল ভিডিও!

Date:

নিজের হাতে ছেলের জন্য বরফি বানিয়েছিলেন মা। আর সেই বরফিই এবার চেখে দেখলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President  ভলোদিমির জেলেনস্কি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন ঘটনাই ঘটেছে দিন কয়েক আগে। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenksy)। আর সেখানেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) মায়ের হাতের তৈরি বরফির স্বাদ গ্রহণ করেছেন তিনি। আর সেই মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই।

ঋষি সুনক বলেন, আমার মায়ের একটি ওষুধের দোকান আছে। কয়েকদিন আগে কাউকে কিছু না বলেই সেখানে চলে গিয়েছিলাম। আচমকা গিয়েছিলাম বলে মায়ের সঙ্গে দেখা হয়নি। তবে পরে একটি ফুটবল ম্যাচে মায়ের সঙ্গে দেখা হয়। এরপরই ছেলের হাতে নিজের বানানো বরফি তুলে দেন মা উষা সুনাক। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছিল সুনাকের। তিনি বলেন, কথা বলতে বলতেই জেলেনস্কির খুব খিদে পেয়ে যায়। আর তখনই মায়ের বানানো বরফি তাঁকে খেতে দিই। ভিডিওতে দেখা যাচ্ছে, মিষ্টিতে কামড় বসিয়েই প্রশংসাসূচকভাবে মাথা নাড়ছেন জেলেনস্কি। তবে গোটা ঘটনায় মা খুবই আপ্লুত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা মতামত জানাতে শুরু করেন। একজনের মতে, মায়ের হাতে তৈরি বরফির স্বাদ এমনই, যে সকলেরই ভাল লাগে। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন আচরণেরও প্রশংসা করেছেন অনেকেই। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও একজন ভাল মানুষ হওয়া উচিত।

 

 

 

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version