রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

আসন্ন পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী রেখেই করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠায় কমিশন। প্রতি জেলার জন্য এক-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠায় কমিশন। এরপরই রাজ্য নির্বাচন কমিশনের আবেদন পেয়েই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

নির্দেশিকায় বলা হয়েছে কমিশনের আবেদন অনুযায়ী রাজ্যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট ২২ কোম্পানির মধ্যে ৮ কোম্পানি বিএসএফ, ৬ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি এসএসবি এবং ৪ কোম্পানি আইটিবিপি। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে সমন্বয় সাধন করবেন আইজি বিএসএফ (কলকাতা) এস সি বুডাকোটি।

আরও পড়ুন- চলবে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ, ৪৮ ঘণ্টায় পুরীগামী আরও ৪৫ ট্রেন বাতিল