Monday, November 10, 2025

শাসকদলের পাশেই দেউচা পাঁচামির জমিদাতারা, পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী গাঁ.ওতা-নেতার বোন

Date:

জমি নিয়ে বিরোধীরা যতই রাজনীতি করুক না কেন, দেউচা পাঁচামিতে স্থানীয় শাসকদলের পাশেই আছে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। পঞ্চায়েত ভোটে আদিবাসীদের সব থেকে বড় সংগঠন আদিবাসী গাঁওতা প্রার্থী না দিয়ে তৃণমূলকেই (TMC) সমর্থন করেছে। এছাড়াও আদিবাসী গাঁওতার নেতা রবীন সোরেনের (Robin Soren) বোন স্বর্ণলতা সোরেন তৃণমূলের প্রার্থী। জেলা পরিষদের ২৬ নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বর্ণলতা। মহম্মদবাজার ব্লকের চরিচা, রামপুর, কাপিষ্টা, হিংলো, ভাঁড়কাটা-সহ মোট পাঁচটা পঞ্চায়েত নিয়ে জেলা পরিষদে ২৬ নং আসন। রবীন বলেন, গাঁওতার অনেকেই তৃণমূল করেন। তাই গাঁওতা আলাদা করে প্রার্থী দেয়নি। রাজ্য সরকার আদিবাসীদের চাকরি দিয়েছে। উন্নয়ন করেছে।

দেউচা পাচামি কয়লা প্রকল্প মহম্মদবাজারে তৃণমূলের প্রচারে অন্যতম হাতিয়ার। স্বর্ণলতা উচ্চমাধ্যমিক পাশ। ২০১৩-য় পঞ্চায়েত সমিতির সদস্যন ছিলেন। ২০১৮-য় স্বামী শুকলাল মারাণ্ডিও পঞ্চায়েত সদস্যে ছিলেন। এই ২৬ নং আসনটি মহিলা তফসিলি উপজাতি সংরক্ষিত। সেইকারণেই স্বর্ণলতাকেই তৃণমূল মনোনীত করেছে। পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রবাসিনী মুর্মু। তবে সবার নজরে স্বর্ণলতা। বললেন, শালপাতা তৈরির মেশিন, পানীয় জল-সহ আদিবাসী উন্নয়নকে প্রাধান্য দেবেন।

আদিবাসী গাঁওতার প্রাক্তন আহ্বায়ক সুনীল সোরেন বর্তমানে তৃণমূল নেতা। বলেন, মূলত ভোট হবে জেলা পরিষদে। কারণ পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েতে তৃণমূল সহজেই জিতে যাবে। বিরোধীদের কোনও গ্রহণযোগ্যতা নেই।

আরও পড়ুন- ‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির রাজনৈতিক চক্রা.ন্ত! ধি.ক্কার জানিয়ে রাজ্যপালকে তো.প মুখ্যমন্ত্রীর

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version