আর্থিক বিষয় নিয়ে মাঝে মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (AIFF)। বিশেষ করে BJP-র সহায়তায় ফেডারেশনের নতুন সভাপতি হওয়া কল্যান চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ যেভাবে দেশ-বিদেশ ঘুরতে বেরিয়েছেন, তাতে কয়েকদিনের মধ্যেই প্রশ্ন উঠেছে, দেশের ফুটবলের উন্নতির জন্য যেখানে বিভিন্ন খাতে খরচ করার কথা বলা হচ্ছে, সেখানে এত খরচ কেন করা হচ্ছে?
এই মেল পাঠানোর সঙ্গে সঙ্গে কোষারাজু প্রশ্ন তুলেছেন, ভারতের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর বেতন কত? সাজি প্রভাকরণের ১২ লক্ষ ৫০ হাজার টাকার মাসিক বেতনের অভিযোগ আনার সঙ্গে সঙ্গে ফেডারেশন থেকে তাঁর বেতন হওয়ার ব্যাঙ্ক স্টেটমেন্টও প্রকাশ্যে এনেছেন কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েসনের সভাপতি।
কিন্ত ঘটনা হচ্ছে অন্য জায়গায়। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল পোস্ট যেহেতু বেতনভুক, তাই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউর মাধ্যমেই সেক্রেটারি নিয়োগের রীতি। কিন্তু সবাইকে অবাক করে কার্যকরী কমিটির কাউকে কিছু না জানিয়েই ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে ১২ লক্ষ ৫০ হাজার মাসিক বেতনে সাজিকে সচিব পদে বসিয়ে দিয়েছেন। ভারতীয় ফুটবল যেখানে আর্থিক দৈনদশার মধ্যে রয়েছে, সেখানে কল্যাণ চৌবে ঠিক কী কারণে বেতনভুক সচিব নিয়োগের যাবতীয় রীতি ভঙ্গ করে ১২ লক্ষ ৫০ হাজার টাকার বেতনে সাজিকে সচিব বানিয়ে দিলেন, তা নিয়ে বিষ্মিত সবাই। আর কোষারাজু বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধির এই বিষয়টি নিয়ে যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছেন, তাতে এই জল কতদূর গড়ায় সেটাই দেখার।