একবার নয় একাধিকবার নিজের আশ্রমে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্বামী পূর্ণানন্দ (Swami Purnananda) নামে এক ধর্মগুরুর বিরুদ্ধে। ২০১৬ সাল থেকে নাবালিকা ওই আশ্রমে থাকতেন বলে জানিয়েছেন। সেই সময় থেকেই লাগাতার তাঁকে ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

সূত্রের খবর স্বামী পূর্ণানন্দের আশ্রমে মোট ১২ নাবালক থাকেন, তার মধ্যে ৪ জন নাবালিকা। এই স্বামী পূর্ণানন্দের বিরুদ্ধে ১১ বছর আগেও একই অভিযোগ উঠেছিল। এখনও সেই অভিযোগের তদন্ত চলছে। শুধু ধর্ষণ নয় বেআইনিভাবে জমি দখল করার অভিযোগও রয়েছে এই সাধুর বিরুদ্ধে। অভিযুক্তকে এখনও আটক করা যায়নি।